নিজস্ব প্রতিবেদন: আদিবাসী মহিলাকে গণধর্ষণের ঘটনার চব্বিশ ঘণ্টাও কাটেনি। এবার কালনায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তুলকালাম। কালনার পূর্ব সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকার একটি গ্রামে কীর্তনের আসর বসে। পরিবারের সদস্যরা সেখানে থাকায় বাড়িতে একাই ছিল নাবালিকা। অভিযোগ সেই সুযোগে তার ওপর নির্যাতন চালায় গ্রামের এক যুবক।
আরও পড়ুন: মণীশ খুনে দুই পুর প্রশাসককে তলব করল CID
ঘটনা জানাজানি হতে অভিযুক্তকে মারধর করেন নির্যাতিতার মা। তবে গোলমালের সুযোগে সে চম্পট দেয়। ইতিমধ্যে অভিযুক্ত কোন দলের সমর্থক তাই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানায় দাবি জানায় তৃণমূল এবং বিজেপি দুই দলই। অভিযোগ, জমায়েতের সময় থানায় গোলমাল করেন এক বিজেপি নেত্রী। মহিলাকে আটক করা হয়। জমায়েত হটিয়ে দেয় পুলিস।