বিশ্বজিৎ মিত্র: ফের গঙ্গায় কুমির আতঙ্ক! নবদ্বীপের পর এবার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট। শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় গঙ্গায় দেখা মিলল এক কুমিরের। জানা গিয়েছে, বুধবার সকালে নৃসিংহপুর ফেরিঘাট এলাকায় ভাগীরথী নদীতে কুমির দেখতে পান নিত্যযাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষেরা।
সেই কুমিরের ভিডিয়োও করেন সবাই। আর এর জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে নদী সংলগ্ন এলাকাবাসীদের মধ্যে। গঙ্গায় কুমীর দেখতে পাওয়ার পরই শান্তিপুর প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এর আগে নদীয়ারই নবদ্বীপের রানির ঘাটে গঙ্গায় কুমির দেখা গিয়েছিল। বিশাল আকারের সেই কুমির দেখতে পাওয়ার পরই আতঙ্ক ছড়ায়।
নদীয়ার নবদ্বীপের রানির ঘাটে প্রতিদিনের মতো গঙ্গায় স্নান করতে যাওয়া সাধারণ মানুষ থেকে পুণ্যার্থীদের চোখেই প্রথম পড়ে কুমিরটি। হঠাৎ করেই গঙ্গায় ভাসতে দেখা যায় বিশালাকার এক কুমিরকে। তারপরই আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন নদী পাড়ে থাকা পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষরা। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।
বনদফতরকেও জানানো হয় পুরো বিষয়টি। প্রশাসনের তরফে বনদফতরের সঙ্গে যৌথভাবে ওই কুমিরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে বলেও জানা যায়। এখন আবার শান্তিপুরের গঙ্গায় কুমির দেখতে পাওয়া যাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়াল।
আরও পড়ুন, Memari Incident: মর্মান্তিক মেমারি! বাবা-মাকে নৃশংস খুন ছেলের? তারপর দেহ টানটে টানতে এনে...
আরও পড়ুন, Tejashwi Yadav son name: এক নামের ৩ মানে! নাতির 'গভীর তাৎপর্যপূর্ণ' নামকরণ করলেন দাদু লালু...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)