বিধান সরকার: মধ্যরাতে প্রবল শব্দ করে শুরু হল বজ্রপাত। তাতেই ফুটো হয়ে গেল বাড়ির দেওয়াল-ছাদ। আহত হল বাড়ির এক শিশু-সহ অনেকেই। বাড়ির অধিকাংশ বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে শক্তিশালী বিদ্যুতের প্রভাবে। সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন হুগলির খন্ন্যানের রাজু মালিকের পরিবার।
পড়শিদের বক্তব্য, সোমবার মধ্যরাতে পাণ্ডুয়ার ইটাচুনা গ্রাম পঞ্চায়েতে হাটপুকুর গ্রামে ঘনঘন বাজ পড়তে থাকে। সঙ্গে প্রবল বৃষ্টি। বাজ পড়ে রাজু মালিকের বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়। দেওয়ালে গর্ত হয়ে যায়। প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানিতে ৩ মাসের এক শিশুকন্যা আহত হয়েছে। তাকে ইটাচুনা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চুঁচুড়া ইমামবারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মন্টু মণ্ডল বলেন, গতকাল গ্রামে যেভাবে বজ্রপাত হচ্ছিল তাতে আতঙ্ক ছড়ায়। সকালে শুনতে পাই একটি বাড়িতে বজ্রপাত হয়েছে। সেই বাড়ির এক শিশু আহত হয়। পরিবারে অন্য সদস্যরাও আহত হয়েছে। বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। আশেপাশের বাড়িতেও একই রকম ক্ষতি হয়েছে। শিশুটি কাল থেকেই কেমন নিস্তেজ হয়ে আছে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সে করে। স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লকে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন-বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসি বাংলা, আবহাওয়ার লেটেস্ট আপডেট...
আরও পড়ুন-ঘর ভাসছে র*ক্তে! ভাঙা আলমারি, রহস্য উন্মোচনে হিমশিম খাচ্ছে পুলিস...
পরিবারের এক সদস্য বলেন, গতকাল গভীর রাতে তীব্র বজ্রপাত হয়। প্রথম সানসেডে এসে লাগে। ছাদ ফুটো হয়ে যায়। আমারা আহত হই। বাড়ির এক শিশুর ক্ষতি হয়েছে। তাকে ইটাচুনা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে চুঁচুড়া হাসপাতালে রেফার করা হয়েছে। আমার নিজের হাত পুড়ে গিয়েছে। বাড়ির একজনের গলা পুড়ে গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)