Home> রাজ্য
Advertisement

বাড়ি ঢুকে নার্সিং পড়ুয়াকে কুপিয়ে খুন

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ফেরার কথা ছিল তাঁর। আচমকাই ছেলের গোঙানির আওয়াজ কানে আসে মায়ের।

বাড়ি ঢুকে নার্সিং পড়ুয়াকে কুপিয়ে খুন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ি ঢুকে নার্সিং পড়ুয়াকে কুপিয়ে খুন। দেড় শতক জমির জন্য খুনের অভিযোগ। গোটা ঘটনায় স্তম্ভিত নদিয়ার তেহট্টের মৃগী গ্রাম। জমির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরেই পড়শি মহরমের সঙ্গে ঝামেলা চলছিল সারজিনা বিবিদের। তবে তার জের যে  এতদূর গড়াবে ভাবতেও পারেননি কেউ। 

বুধবার রাতে খেয়েদেয়ে ছেলে হাসিবুল বিশ্বাসকে নিয়ে শুয়ে পড়েন সারজিনা বিবি। আচমকাই ছেলের গোঙানির আওয়াজ কানে আসে তাঁর। সারজিনা বিবির দাবি শুধু হাতুড়ি নয়, মৃত্যু নিশ্চিত করতে হাঁসুয়ার কোপও মারে মহরম। অভিযোগ, জমি নিয়ে ঝামেলাতেই খুন হতে হয়েছে তাঁর ছেলেকে।

বেঙ্গালুরুর নার্সিং স্কুলের তৃতীয় বর্ষের ছাত্র হাসিবুল। দিদির বিয়ে হয়ে গিয়েছে। বাবা পরিযায়ী শ্রমিক। একমাস হল বেঙ্গালুরু থেকে বাড়ি এসেছিলেন হাসিবুল। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ফেরার কথা ছিল তাঁর। একুশ বছরের তরতাজা যুবকের এভাবে মৃত্যু মেনে নিতে পারছে না নদিয়ার তেহট্টের মৃগী গ্রাম। পুরো ঘটনায় কার্যত থ বনে গিয়েছেন তারা। মহরমের কঠোর সাজা চাইছে সবাই।

আরও পড়ুন, ইঞ্জেকশন দেওয়া থেকে রক্তের নমুনা সংগ্রহ, সবই করবে পূর্ব ভারতের প্রথম রোবট-নার্স!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More