Home> রাজ্য
Advertisement

বর্ধমানের পূর্বস্থলীতে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার ১

বর্ধমানের পূর্বস্থলীতে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার ১

ওয়েব ডেস্ক : বর্ধমানের পূর্বস্থলীতে উদ্ধার করা হল অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে হাজির হয় বর্ধমান পুলিসের একটি দল। উদ্ধার হয় ৫টি ওয়ান শাটার, একটি ছয় চেম্বারের রিভলবার, একটি 7.5 MM পিস্তল এবং ৩৯টি কার্তুজ। অভিযানের নেতৃত্বে ছিলেন DDI বর্ধমান শুভেন্দু বেগানি। অস্ত্র কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভোলা ভকত নামে এক ব্যক্তিকে।

আরও পড়ুন- পার্কে মদের আসরের বিরোধিতা করে আক্রান্ত প্রতিবাদী

পুলিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই খবর ছিল তাদের কাছে। অবশেষে বৃহস্পতিবার ছক কষেই ময়দানে নামে তারা। উদ্ধার করা হয় অস্ত্র। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Read More