Home> রাজ্য
Advertisement

নাসিক থেকে ঢুকছে পেঁয়াজ, এক ধাক্কায় অনেকটাই কমবে দাম

কয়েকমাস ধরে কার্যত গলদঘর্ম অবস্থা হয়েছিল আমআদমির। কিন্তু বছরের শুরুতেই খানিকটা স্বস্তির খবর। পেঁয়াজের দাম এক ধাক্কায় কমে গেল অনেকটাই। 

নাসিক থেকে ঢুকছে পেঁয়াজ, এক ধাক্কায় অনেকটাই কমবে দাম

নিজস্ব প্রতিবেদন: লাগাতার দাম বাড়ছিল পেঁয়াজের। আর তাতেই মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। কয়েকমাস ধরে কার্যত গলদঘর্ম অবস্থা হয়েছিল আমআদমির। কিন্তু বছরের শুরুতেই খানিকটা স্বস্তির খবর। পেঁয়াজের দাম এক ধাক্কায় কমে গেল অনেকটাই। 

আজ অর্থাৎ শনিবার পাইকারি বাজারে পেঁয়াজের সর্বনিম্ন দাম ৬০ টাকা কিলো। বিক্রেতারা বলছেন, নাসিক থেকে পেঁয়াজের আমদানি হওয়ার জেরেই পেঁয়াজের দাম কমছে। আগামী সপ্তাহে বাজারে পেঁয়াজ অনেকটা সস্তা দরেই পাওয়া যাবে বলে দাবি পাইকারি বিক্রেতাদের। আর এই খবরেই খানিকটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা।

আরও পড়ুন: জলই প্রাণ কাড়ছে মানুষের! আর্সেনিকের মারণ বিষে ‘মৃত্যু মিছিল’ উত্তর ২৪ পরগণায়

যদিও টানা দুদিন অকাল বৃষ্টির এরই মাঝে বাধ সেধেছে। অকাল বৃষ্টির কারণে, পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন রাজ্যে। তার প্রভাব পড়তে পারে পেঁয়াজের দামেও। তাই সমস্ত দিক মাথায় রেখে দামের কারণে আমজনতার স্বস্তি কতটা বজায় থাকবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন: আমডাঙা থেকে গ্রেফতার নৈহাটির বাজি কারখানার মালিক নুর

Read More