Home> রাজ্য
Advertisement

Arms Factory: মাদক ব্যবসায়ীকে জেরায় মিলল সূত্র, পুকুর থেকে উদ্ধার অস্ত্র তৈরির সরঞ্জাম

পুলিসের জেরায় উঠে আসে তার বাড়ির পেছনে একটি পুকুরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে

Arms Factory: মাদক ব্যবসায়ীকে জেরায় মিলল সূত্র, পুকুর থেকে উদ্ধার অস্ত্র তৈরির সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদন: মাদক পাচারকারীকে জেরা করে অস্ত্র কারখানার হদিস পেল পুলিস। আর সেই অস্ত্র কারখানার সরঞ্জাম উদ্ধার করলে পাম্প বসিয়ে পুকুরের জল তুলে ফেলা হল। এনিয়ে চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকের বেগুনবাড়ি গ্রামে।

সম্প্রতি কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী আনারুল সেখকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিস। তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ ছিল। তাকে জেরা করতেই অস্ত্র কারখানার হদিস পায় পুলিস।

পুলিসের জেরায় উঠে আসে তার বাড়ির পেছনে একটি পুকুরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। ওই খবর পাওয়ার পরই সোমবার সকালে পুকুরটি ঘিরে ফেলে পুলিস। নিয়ে আসা হয় পাম্প। ওই পাম্পের সাহায্য়েই জল বের করে উদ্ধার হয় অস্ত্র তৈরির ৪টি সরঞ্জাম। ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পাড়ায়। পুলিসের সন্দেহ অস্ত্র তৈরির সঙ্গে জড়িত আনারুল।

আরও পড়ুন-Durgapur: শ্মশানের জায়গায় রাস্তা তৈরি করছে আবাসন কর্তৃপক্ষ! তুলকালাম দুর্গাপুর

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More