জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নজরে ছাব্বিশ। রাম বাদ? দুর্গাপুরে মোদীর মুখে শোনা গেল 'জয় মা কালী', 'জয় মা দুর্গা'! বাংলায় বললেন, 'বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা'। সঙ্গে বার্তা, 'বিজেপি বিকশিত বাংলা চায়। বিজেপি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায়। এক সময়ে বাংলা সমৃদ্ধই ছিল। বিকাশের কেন্দ্র ছিল। কিন্তু এখন আর তা নেই। আমরা এই অবস্থাই বদলাতে চাইছি। এখন কাজের জন্য বাইরে যেতে হয় বাংলার মানুষকে। বাংলাকে এই অবস্থা থেকে বার করতে হবে'।
আরও পড়ুন: PM Modi Durgapur meeting: দুর্গাপুরে মোদীর সভাস্থলে অঘটন! আগুন...
নজরে ছাব্বিশ। মিশন বাংলা। দেড় মাস পর ফের রাজ্য়ে নরেন্দ্র মোদী। দুর্গাপুরে জোড়া জনসভা। প্রথমে প্রশাসনিক, তারপর রাজনৈতিক। রাজনৈতিক মঞ্চে মোদী বললেন, 'বিজেপি ক্ষমতা এলেই বাংলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে। এটা আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না। তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে, এখানে নতুন বিনিয়োগ আসে। কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যত দিন তৃণমূল থাকবে, তত দিন এ সব হবে'।
ভোটের মুখে মোদীর ভাষণে উঠে এল মুর্শিদাবাদ প্রসঙ্গ। বললেন, 'মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। তৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায়'। বাদ গেল না আরজি আর কসবা কাণ্ড-ও।
মোদী বলেন, 'বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে, কী ভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এর পর কলেজেও একটা মেয়ের উপর কী ভাবে অত্যাচারা চালানো হল। সেখানে দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত'। তাঁর আরও বক্তব্য, 'অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলে তৃণমূল দেশের সংবিধান নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। আমি স্পষ্ট বলছি, যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশ করেছেন ভারতের সংবিধান মেনেই ব্যবস্থা নেবে।। বিজেপি দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা খেলতে দেবেনা। মোদীর গ্যারান্টি'।
বাংলার মানুষকে বিজেপির উপর 'আস্থা' রাখার আবেদন জানান মোদী। বলেন, 'বিজেপি আপনাদের আশীর্বাদ চায়। আপনারা আস্থা রাখুন। ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় এসে কত উন্নয়ন করেছে। ওড়িশাতেও উন্নয়ন এর কাজ হচ্ছে। আপনারা একবার বিজেপি কে সুযোগ দিন। বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি। বিজেপির সংকল্প'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)