Home> রাজ্য
Advertisement

ঋণখেলাপিদের থেকে টাকা আদায়ে গান্ধীগিরির কৌশল নিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

ঋণখেলাপিদের থেকে টাকা আদায়ে গান্ধীগিরির কৌশল নিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। চুঁচুঁড়া আখন বাজার ব্রাঞ্চ থেকে ফ্লেক্স-ব্যানার নিয়ে ব্যাঙ্ককর্মীরা যান ঋণখেলাপিদের কাছে। তাদের প্রথমে বোঝান। তারপরই নতুন ও অভিনব এই পদ্ধতি প্রয়োগ করেন।

ঋণখেলাপিদের থেকে টাকা আদায়ে গান্ধীগিরির কৌশল নিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক : ঋণখেলাপিদের থেকে টাকা আদায়ে গান্ধীগিরির কৌশল নিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। চুঁচুঁড়া আখন বাজার ব্রাঞ্চ থেকে ফ্লেক্স-ব্যানার নিয়ে ব্যাঙ্ককর্মীরা যান ঋণখেলাপিদের কাছে। তাদের প্রথমে বোঝান। তারপরই নতুন ও অভিনব এই পদ্ধতি প্রয়োগ করেন।

আরও পড়ুন- বারুইপুরে মহিলার মুখে স্প্রে করে লুঠ

তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয় গোলাপ ফুল। ব্যাঙ্ক বলছে, এর পরেও ঋণ খেলাপিরা সিধে না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হুগলি জেলায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ২৪ টি ব্রাঞ্চ রয়েছে। প্রতি জায়গাতেই ঋণ খেলাপিদের সঙ্গে গান্ধীগিরি করা হয়েছে।

Read More