Home> রাজ্য
Advertisement

ভাঙড়ে ভাঙচুর পঞ্চায়েত অফিস, প্রধান-উপ প্রধানের উপরে হামলার অভিযোগ জমিরক্ষা কমিটির বিরুদ্ধে

জমিরক্ষা কমিটির দাবি, সরকারি সাহায্য না পাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ ছিল। তা থেকেই এই ঝামেলা

ভাঙড়ে ভাঙচুর পঞ্চায়েত অফিস, প্রধান-উপ প্রধানের উপরে হামলার অভিযোগ জমিরক্ষা কমিটির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: খোদ আরাবুল ইসলামের এলাকাতেই ভাঙচুর হল শাসকদল পরিচালিত পঞ্চায়েত অফিস। ওই পঞ্চায়েতে উপ প্রধান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম।

আরও পড়ুন-আর পরতে হবে না মাস্ক-- দেশবাসীর হাতেই দায়িত্ব তুলে দিচ্ছে ব্রিটেন

একশো দিনের কাজ-সহ অন্যান্য একাধিক দাবিতে আজ ভাঙড়ের(Bhangor) পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েত অফিসে আসে জমিরক্ষা কমিটির সমর্থকরা। সেখানে উপ প্রধান হাকিমুলের সঙ্গে এলাকার উন্নয়ন ও একশো দিনের কাজ নিয়ে বচসা শুরু হয়ে যায় কমিটির সমর্থকদের।

অভিযোগ, জমিরক্ষা কমিটির লোকজন পঞ্চায়েত অফিসের টেবিল-চেয়ার ভাঙচুর করে, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের উপরেও চড়াও হয়। আক্রান্ত হন হাকিমুল ইসলাম। ভাঙচুর চালানো হয় হাকিমুলের গাড়ি।

আরও পড়ুন-মাঝপথে ছত্রভঙ্গ, ব্যারিকেড টপকে এগোতে পারল না গেরুয়া শিবিরের মিছিল

fallbacks

এই ঘটনা নিয়ে জমিরক্ষা কমিটির দাবি, সরকারি সাহায্য না পাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ ছিল। তা থেকেই এই ঝামেলা। প্রসঙ্গত, এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিস।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More