Home> রাজ্য
Advertisement

LIC কর্মী খুনে গুরুত্বপূর্ণ ক্লু হারাল জলপাইগুড়ি পুলিস

LIC কর্মী খুনে গুরুত্বপূর্ণ ক্লু হারাল জলপাইগুড়ি পুলিস

ওয়েব ডেস্ক: LIC কর্মী খুনে গুরুত্বপূর্ণ ক্লু হারাল জলপাইগুড়ি পুলিস। উত্তম মোহন্তের বাড়িতে তল্লাসি চালিয়েও পাওয়া গেল না তাঁর ডায়রি। আজ উত্তম মোহন্তের মেয়ে শ্বেতাকে নিয়ে ওই বাড়িতে তল্লাসি চালায় পুলিস। খুনে জড়িত সন্দেহ তাকেও গ্রেফতার করা হয়েছে। তল্লাসিতে উদ্ধার হয়েছে একটি পুরনো FIR-এর কপি। স্ত্রী লিপিকা, প্রেমিক অনির্বাণের সঙ্গে পালিয়ে যাওয়ার পর দিনহাটা থানায় অভিযোগ করেন উত্তম মোহন্ত। লিপিকার একটি আধপোড়া চিঠিও উদ্ধার হয়েছে। তাতে হুমকির ইঙ্গিত স্পষ্ট। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যা হতে পারত, উত্তম মোহন্তের সেই ডায়রিটাই নেই।

রাষ্ট্রপতি নির্বাচনের পরেও সদর্থক সাড়া না মিললে পাহাড় নিয়ে নতুন করে ভাববে মোর্চা

Read More