Home> রাজ্য
Advertisement

রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত হল পাড়ুই

গত কয়েকদিন একটু চুপচাপ ছিল। কিন্তু রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত হল পাড়ুই। এবার চৌমণ্ডলপুর গ্রামে তৃণমূল আর বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এলাকা দখলের রাজনীতি ঘিরে দফায় দফায় গুলি, বোমাবাজি। দুপক্ষের অন্তত ৪ জন জখম। সূত্রের খবর, আহতদের মধ্যে একজন বিজেপির সমর্থক এবং  ৩ জন তৃণমূল সমর্থক।

 রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত হল পাড়ুই

ওয়েব ডেস্ক: গত কয়েকদিন একটু চুপচাপ ছিল। কিন্তু রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত হল পাড়ুই। এবার চৌমণ্ডলপুর গ্রামে তৃণমূল আর বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এলাকা দখলের রাজনীতি ঘিরে দফায় দফায় গুলি, বোমাবাজি। দুপক্ষের অন্তত ৪ জন জখম। সূত্রের খবর, আহতদের মধ্যে একজন বিজেপির সমর্থক এবং  ৩ জন তৃণমূল সমর্থক।

আরও পড়ুন জাতীয় সড়কে ডাকাতি, গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের থেকে ১০ লক্ষ টাকা লুঠ

গত বেশ কিছুদিন চুপচাপ থাকার পর, চৌমণ্ডলপুরে আবার সক্রিয়তা বাড়াচ্ছিল বিজেপি। ছোট ছোট সমাবেশের পর এলাকায় মিছিল বের করছিল তারা। বিষয়টা মেনে নিতে পারেনি তৃণমূল স্থানীয় কর্মীরা। তা নিয়েই সংঘর্ষের সূত্রপাত বলে খবর।

আরও পড়ুন  ডোমকল এবং পূজালিতে অলিখিত জোট গড়ে লড়ছে সিপিএম

Read More