চিত্তরঞ্জন দাস: ধসের কবলে বেসরকারি স্কুলের একাংশ সোমবার সন্ধেয় আচমকাই ধসের কবলে পড়ে মাটিতে বসে গেল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। খবর পেয়েই ছুটে এলেন কোলিয়ারির আধিকারিকরা। তড়িঘড়ি ঘিরে দেওয়া হয় এলাকাটি। আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকার মানুষের মধ্য়ে।
আরও পড়ুন-তাপমাত্রা কমবে বেশ কিছুটা, হালকা বৃষ্টিতে ভিজবে এইসব জেলা
গতকাল ওই ঘটনা ঘটে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার খাস কাজোড়ার আজিরবাগান এবং পিটি কাজোড়া কালী মন্দির এলাকার। এদিন সন্ধেয় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে ছুটে আসেন এলাকার মানুষজনব। এলাকাবাসীরা দেখতে পান জ্ঞান দর্শন ইংলিশ মিডিয়াম স্কুল ধসে যাচ্ছে। খবর দেওয়া হয় অন্ডাল থানা এবং কাজোড়া কোলিয়ারির আধিকারিকদের।
ঘটনাস্থলে ছুটে আসে নই সি এল কোলিয়ারির আধিকারিক হরিন্দর সিং, অন্ডাল থানার পুলিস। যে এলাকায় ধস নামে সেই জায়গাটি ঘিরে দেয়ও হয়। ধসে মাটিতে ঢুকে যায় স্কুলের বাইরে পিছন দিকে থাকা বাইক সহ স্কুলের আসবার পত্র। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের বক্তব্য, কোলিয়ারির নিচে ঠিকমত বালি দিয়ে ভরাট না করার কারণেই এই ধস।
ই সি এল-এর আধিকারিক হরিন্দর সিং এর বক্তব্য, তিনি নতুন এসেছেন, তিনি জানেন না এই বিষয়ে। যা বলার তিনি পরে বলবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)