ওয়েব ডেস্ক: অবশেষে পুলিসের জালে ধরা পড়ল সোনারপুরের অভিযুক্ত প্রোমোটার তপন মণ্ডল। আজ সকালে তাকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিস। গতকাল তার দুই সহযোগী গ্রেফতার হয়। শুক্রবার দুপুরে নিজেদের ফ্ল্যাট থেকে বেঘর করে দেওয়া হয় সোনারপুরের রেনিয়ার এক দম্পতিকে। অভিযোগ ওঠে, ঘর থেকে জিনিসপত্র ফেলে দিয়ে, টানতে টানতে তাদের বের করে দেয় প্রোমোটারের লোকজন। আগ্নেয়াস্ত্র নিয়েও হামলা চলে বলে অভিযোগ।
আরও পড়ুন সালিশি সভা চলাকালীনই দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম কমপক্ষে ২২ জন
এরপর থেকেই তাদের খোঁজ করছিল পুলিস। কিন্তু মূল অভিযুক্ত বা প্রোমোটার তপন মণ্ডলকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তার দুই সহযোগী গ্রেফতার হতেই, গ্রেফতার হল তপন মণ্ডল।
আরও পড়ুন ১৪ মে আসছে দিন, পুরসভার ভোট দিন