Home> রাজ্য
Advertisement

Purba Bardhaman Incident: পুলিসের নিদানে স্ত্রীকে সিঁদুরদান প্রেমিকের! ঘরে ফিরে দুই ছেলে-মেয়ের 'বাবা' যুবক ঘটালেন ভয়ংকর ঘটনা...

Police alleged ordered lover marrying his wife: সুরেশ ও লক্ষ্মীকে স্থানীয়দের হাত থেকে বাঁচাতে গেলে পুলিসের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় গ্রামবাসীদের একাংশের।

Purba Bardhaman Incident: পুলিসের নিদানে স্ত্রীকে সিঁদুরদান প্রেমিকের! ঘরে ফিরে দুই ছেলে-মেয়ের 'বাবা' যুবক ঘটালেন ভয়ংকর ঘটনা...

অরূপ লাহা: স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিয়ে করতেই আত্মঘাতী হলেন এক যুবক। আর এই গোটা ঘটনায় কাঠগড়ায় পুলিস। মৃত যুবকের নাম উৎপল কর্মকার(৩৭)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পাড়ার ছেলে সুরেশ কর্মকার বিবাহিত। তাঁর চার মেয়ে ও একটি ছেলে আছে।  সেই সুরেশ পাড়ারই উৎপল কর্মকারের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। উৎপল এক ছেলে ও এক মেয়ের বাবা।

পুলিসের বিয়ে নিদান!

স্ত্রীর পরকীয়ার ঘটনা জানাজানি হতেই পুলিসের দ্বারস্থ হন উৎপল। গ্রামবাসীদের একাংশের দাবি, পুলিসের দ্বারস্থ হতেই সুরেশের সঙ্গে  উৎপলের স্ত্রী লক্ষ্মী কর্মকারের বিয়ের নিদান দেয় পুলিস। এরপর সোমবার রাতে সুরেশের সঙ্গে লক্ষ্মীর সিঁদুর দান করে বিয়ে হয়। আর এরপরই লজ্জায় গলায় দড়ি দিয়ে বাড়িতেই আত্মঘাতী হন উৎপল কর্মকার। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পূর্ব বর্ধমান আউসগ্রামের দারিয়াপুরের ডোকরা পাড়ার বাসিন্দারা।

মঙ্গলবার খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিস  আত্মঘাতী যুবক উৎপলের দেহ উদ্ধার করতে গেলে ক্ষোভের মুখে পড়ে। পাশাপাশি গ্রামবাসীরা আটকে রাখে সুরেশ ও লক্ষ্মীকেও। পুলিস তাদের উদ্ধার করতে গেলেও, গ্রামবাসীদের একাংশ রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে। পুলিসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সুরেশ ও লক্ষ্মীকে স্থানীয়দের হাত থেকে বাঁচাতে গেলে পুলিসের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় গ্রামবাসীদের একাংশের।

এই ঘটনায় সুরেশ ও লক্ষ্মী জখম হন। সুরেশকে উদ্ধার করে পুলিস গুসকরা ফাঁড়িতে নিয়ে যায়। আর লক্ষ্মীকে গুসকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ওদিকে উৎপলের দেহ ময়নাতদন্তের বর্ধমান মেডিকেল কলেজের পুলিস মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন, Local Train Incident: আপ বারাসত লোকালে ২ যাত্রীর বচসা, প্ল্যাটফর্মে নামতেই ভয়ংকর কাণ্ড! মর্মান্তিক মৃত্যু একজনের...

আরও পড়ুন, Rajarhat Accident: মাথায় হেলমেট নেই! প্রেমিকের কাছে স্কুটি চালানো শিখতে গিয়ে ছিটকে পড়ে শেষ তরুণী...

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More