Home> রাজ্য
Advertisement

Skeleton Theft: কবর খুঁড়ে কঙ্কাল চুরি! পাচার করতে গিয়েই কেলেঙ্কারি কান্ড, যুবককে...

Purba Medinipur News: স্থানীয়দের অনুমান, কবর থেকে কঙ্কাল চুরির উদ্দেশ্যেই ওই কবর খোঁড়া হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে ধন্ধে পুলিস। নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না কী উদ্দেশ্যে এই মাটি খোঁড়া হয়েছিল।

Skeleton Theft: কবর খুঁড়ে কঙ্কাল চুরি! পাচার করতে গিয়েই কেলেঙ্কারি কান্ড, যুবককে...

কিরণ মান্না: কবরস্থান থেকে একাধিক কঙ্কাল খুঁড়ে বের করে পাচার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো এক যুবক। ঘটনার খবর জানাজানি হতেই উত্তাল গোটা এলাকা। ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের রাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুর গ্রামে।

আরও পড়ুন, Bengal Weather Update: আরব সাগরে ঘনঘোর ঘূর্ণাবর্ত! নববর্ষার ঘাড় মটকে ঝড়ের পিশাচই কি শুধু দৌরাত্ম্য করে বেড়াবে বাংলা জুড়ে?

প্রায় ৫০০ বছরের পুরনো একটি কবরস্থান রয়েছে, সকাল দশটায় এক যুবক কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে তোলার সময় গ্রামবাসীদের নজরে পড়ে। কবরস্থান ছিল ঝোপে ঝাড়ে ঢাকা কোনও কারণে দেখতে পেয়ে যায় গ্রামবাসীরা।

গ্রামবাসীরা ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে সে। তাতেই সন্দেহ হয় গ্রামবাসীদের। নিমেষেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কাতারে কাতারে বহু মানুষ উপস্থিত হয় এই কবরস্থানে। গ্রামবাসীরা যুবককে আটকে রেখে কাঁথি থানায় খবর দেয়।

তবে এই ঘটনার পেছনে কোনও রহস্য রয়েছে কিনা সেটাও মনে করছেন গ্রামবাসীরা। যে যুবককে আটক করা হয়েছে তার বাড়ি এগরা থানা এলাকার ভবানীচক গ্রামে। তবে এর সঙ্গে আর কেউ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিস ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়রা পুলিসের হাতে ছাড়ছে না যুবককে। গোটা ঘটনা সামাল দিতে আরও পুলিস ডাকা হয়।

আরও পড়ুন, Titagarh Incident: টিটাগড়ে ভয়ংকর বিস্ফোরণ! আবাসনের ফাঁকা ফ্ল্যাটের উড়ল দেওয়াল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More