Home> রাজ্য
Advertisement

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল থইথই বিধাননগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল থইথই বিধাননগর


ওয়েব ডেস্ক: রাতে কয়েক ঘণ্টার বৃষ্টি। আর তার জেরেই জল থইথই গোটা বিধাননগর। সেক্টর ফাইভের তথ্য তালুক হোক বা VIP  রোড লাগোয়া এলাকা, সর্বত্র এক ছবি। ব্যস্ত সময়ে জমা জলে নাকাল হতে হয় মানুষকে। সেক্টর ফাইভের তথ্যতালুক হোক বা উপনগীর প্রাণকেন্দ্রে থাকা করুণাময়ী আবাসন। সকালে হাঁটু জল ভেঙেই পথে নামতে হল সক্কলকে। পুরসভা অবশ্য উপনগরীর এই দুর্দশার জন্য দায়ী করছেন যত্রতত্র প্লাস্টিক, আবর্জনা ফেলার অভ্যাসকে। বৃষ্টি বিষয়ে পড়ুন আরও খবর- বৃষ্টিতে কি পুজোর বাজার মাটি হবে? জানুন কী বলছেন আবহাওয়াবিদরা

Read More