Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের ভ্রুকুটি! রথযাত্রার আনন্দ, রথের মেলার খুশি কি ঢেকে দিতে পারে বর্ষার ঘন কালো মেঘ?

Rain in Rathyatra: রথে কি বৃষ্টি হবে? এই প্রশ্নটা অনেকের মনেই ছিল। অবশেষে জানা গেল, রথে ভাসতে চলেছে বাংলা। রথের আনন্দ, রথের মেলার খুশি ঢাকতে পারে বর্ষার মেঘে!

Bengal Weather Update: ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের ভ্রুকুটি! রথযাত্রার আনন্দ, রথের মেলার খুশি কি ঢেকে দিতে পারে বর্ষার ঘন কালো মেঘ?

অয়ন ঘোষাল: রথে কি বৃষ্টি হবে? এই ভাবনাটাই এই কদিন অনেকের মনে ঘুরে বেড়িয়েছে। অবশেষে জানা গেল, রথ ভাসতে চলেছে। রথের আনন্দ, রথের মেলার খুশি হয়তো ঢেকে যেতে পারে বর্ষার কালো মেঘে। কী জানা গেল?

আরও পড়ুন: Kullu Cloud Burst WATCH: মুহূর্তের মধ্যেই জলের পাহাড় গ্রাস করল এলাকা, চালাল মারণ ধ্বংসলীলা! তীব্র গতিতে ছুটছে গাছ-পাথর...দেখুন... 

১) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আর কয়েক ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত উঁচু এই সিস্টেম দক্ষিণ-পশ্চিম দিকে ওড়িশা উপকূলের অভিমুখে হেলে আছে। 

২) নিম্নচাপ তৈরি হলে তা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস। যার জেরে ২৭, ২৮, ২৯ এবং ৩০ জুন রাজ্যে বৃষ্টি বাড়বে। 

আরও পড়ুন: Mysteries of Puri Jagannath Temple: অবিশ্বাস্য! পুরীর জগন্নাথমন্দিরের দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় শ্রীকৃষ্ণের হৃদস্পন্দন! অলৌকিক...

৩) আজ, ২৬ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে হাওয়া। বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

৪) আগামীকাল, শুক্রবার রথের দিনেও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে যুক্ত হবে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলা। কাল দক্ষিণের সমস্ত জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টি পাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। 

৫) ২৮, ২৯ ও ৩০ জুন রাজ্যের উপকূলের দুই জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি একটানা বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: Jagannath Zodiac: রথে জগন্নাথের কৃপায় কপাল খুলছে কোন কোন রাশির জাতকের? কারা প্রচুর সম্পত্তির অধিকারী হবেন, কাদের হাতে বিপুল টাকা?

৬) ১ জুলাই ফের বৃষ্টি বাড়বে রাজ্যে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

৭) নাছোড় বৃষ্টি উত্তরেও। আজ, বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কম। আগামীকাল উত্তরের জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি। 

৮) ২৮ জুন শনিবার প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে সেদিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

৯) ২৯ এবং ৩০ জুন পরিমাণ কিছুটা কমে এলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিই চলবে। 

১০) কলকাতায় মাঝারি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দিনের সিংহভাগ সময় সম্পূর্ণ মেঘলা আকাশ। চূড়ান্ত জলীয় বাষ্পের অস্বস্তি। আপাতত তাপমাত্রায় উত্থান-পতনের কোনো ইঙ্গিত নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More