অয়ন ঘোষাল: চলতি বর্ষার মরশুমে আজ থেকে রবিবার পর্যন্ত প্রথম ব্রেক স্পেল। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্প দাপট দেখাবে। ঘর্মাক্ত পরিস্থিতি চলবে অন্তত ৭২ ঘণ্টা। আকাশ সম্পূর্ণ বা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে নামমাত্র।
উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ৩ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। বাকি জেলায় বৃষ্টি কমবে।
পরশু শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।
রবিবার দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে ফের বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
আরও পড়ুন- চলন্ত বাসেই সন্তানের জন্ম তরুণীর, তারপর সদ্যোজাতককে নিয়ে ভয়ংকর কাণ্ড করলেন মা...
সার্বিক ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও আজ বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও দিনের যেকোনো সময় বিক্ষিপ্তভাবে খুব হালকা মাঝারি বৃষ্টির অল্প সম্ভাবনা।
কাল শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।আর্দ্রতা জনিত অস্বস্তি ও গরম কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুই এক পশলা সামান্য সম্ভাবনা থাকবে শুধু উপকূলের দুই জেলার দু এক জায়গায়।
কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ। খুব সামান্য বিক্ষিপ্ত হালকা বৃষ্টির অল্প সম্ভবনা। কলকাতা কে আজ দিনভর চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়ার মুখোমুখি হতে হবে। আজ কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবার পর্যন্ত কলকাতায় উল্লেখযোগ্য বৃষ্টি নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)