অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার ও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
আরও পড়ুন:Haridwar stampede: মন্দিরে থিকথিকে ভিড়! মর্মান্তিক পদপিষ্টে মৃ*ত ৬, গুরুতর আহত একাধিক...
সিস্টেম
মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর রোহতক ওরাই এরপর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ছত্রিশগঢ়, জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট এবং অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। একটি অফশোর অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে উত্তর কেরালা পর্যন্ত।
দক্ষিণবঙ্গ
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।
মঙ্গলবার নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে; ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
আজ অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে।
মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়ি বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
আরও পড়ুন:Terrible Accident: ভয়ংকর! ব্রেক ফেল ট্রাকের তাণ্ডব, ২৫টি গাড়িতে একের পর এক ধাক্কা...মৃ*ত...
কলকাতা
আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৭ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭.৬ মিলিমিটার।
ভিন রাজ্যে
এক্সট্রিমলি হেভি রেইন বা প্রবল বৃষ্টিপাত। মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা আগামী ২৪ ঘণ্টায়। বিদর্ভে ভারী বৃষ্টি। রাজস্থান এবং গুজরাটেও প্রবল বৃষ্টির আশঙ্কা কিছু জায়গায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা।আজ সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ ও কাল পূর্ব মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টি। উত্তরাখন্ডে ও আজও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৯ জুলাই পশ্চিম মধ্যপ্রদেশ অতি ভারী বৃষ্টি।
ভারী বৃষ্টির সতর্কতা
৩০ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্রিশগড় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। ২৮ জুলাই পর্যন্ত এবং ৩০ জুলাই ও ১ আগস্ট ভারী বৃষ্টি সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে। ২৯ থেকে ৩১ জুলাই ভারী বৃষ্টি ঝাড়খন্ডে। ৩১ জুলাই ওড়িশাতেও ভারী বৃষ্টির সতর্কতা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)