অয়ন ঘোষাল: আজ 'রেইনি ডে'-পরিস্থিতি (Rainy-Day Situation) দক্ষিণবঙ্গের (Rain in South Bengal) জেলায় জেলায়। কোথাও একটানা বৃষ্টি। কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টি। বাকি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি।
নিম্নচাপ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ নিজের শক্তি অনেকটাই বাড়িয়েছে। এটির এই মুহুর্তের অবস্থান বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে। এটি দীঘা উপকূলের খুব কাছে অবস্থান করছে। অত্যন্ত ধীর গতিতে প্রচুর জলীয় বাষ্প এবং মেঘপুঞ্জ নিয়ে স্থলভাগ অতিক্রম করবে। আজ, সোমবার দুপুরের পরে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিমাঞ্চলের জেলা ছুঁয়ে ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে এগোবে। খুব ধীর গতিতে এগোবে এই নিম্নচাপ। বৃষ্টি ঘটাতে-ঘটাতে এগোবে।
আজ রেইনি ডে
দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আজ রেইনি ডে-পরিস্থিতি। প্রায় সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে।
নিম্নচাপের এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে। এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ সোমবার। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি অনেকটাই কমে আসবে। এই দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৭ জেলায়।
শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার উপকূলের জেলা ছাড়াও পর্যাপ্ত বৃষ্টি পাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
মৎস্যজীবীদের সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। বাংলার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। উঁচু ঢেউ উঠবে। ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রপৃষ্ঠে। তাই আগামীকাল, মঙ্গলবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)