Home> রাজ্য
Advertisement

রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র কান্দি, রক্তাক্ত নাবালক

কান্দিতে রামনবমীর মিছিল বার করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিস মিছিল বাধা দিলেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিসের বাধা পেরিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা।

রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র কান্দি, রক্তাক্ত নাবালক

নিজস্ব প্রতিবেদন:  রাম নবমী উপলক্ষে বিজেপির অস্ত্র মিছিল ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের কান্দি। পুলিস-বিজেপি কর্মী খণ্ডযুদ্ধ। অস্ত্র হাতে রক্তাক্ত হল এক নাবালকও। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপিকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা লাঠিচার্জ পুলিসের।

fallbacks

আরও পড়ুন: মহা বিপদে লকেট চট্টোপাধ্যায়!

সোমবার সকালে কান্দিতে রামনবমীর মিছিল বার করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিস মিছিল বাধা দিলেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিসের বাধা পেরিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিসকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। এক নাবালক আহত হয়। মুখ ফেটে রক্ত বেরোতে থাকে তার। এরপর থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা এখন থমথমে। মোতায়েন পুলিস পিকেট।

fallbacks

আরও পড়ুন: কলিং বেল বাজিয়ে ভিতরে ঢুকল ওরা, গৃহবধূ বাথরুমে, তারপর...

Read More