Home> রাজ্য
Advertisement

Return From Mount Kangchenjunga: অনুমতি দিল না চিন, লক্ষ্য বদলে স্লিপিং বুদ্ধ কাঞ্চনজঙ্ঘা! কিন্তু মাত্র ১০০০ মিটার দূর থেকেই...

Return From Mount Kangchenjunga after Shishapangma: পিয়ালীর মা বাবা প্রয়াত হয়েছেন এক বছরের মধ্যেই। তাঁরা সব সময় পিয়ালীকে উৎসাহ দিয়ে গিয়েছেন। পিয়ালীকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তাঁরাই। মা-বাবার অনুপস্থিতিতে তাই ফাঁকা লাগে তাঁর, কিন্তু আবার তাঁদের জন্যই তিনি বার বার পর্বতারোহণে বের হন।

Return From Mount Kangchenjunga: অনুমতি দিল না চিন, লক্ষ্য বদলে স্লিপিং বুদ্ধ কাঞ্চনজঙ্ঘা! কিন্তু মাত্র ১০০০ মিটার দূর থেকেই...

বিধান সরকার: কাঞ্চনজঙ্ঘার (Mount Kangchenjunga) চূড়ায় চড়া হল না! অসুস্থ হয়ে পড়ায় ক্যাম্প ফোর থেকেই বাড়ি ফিরতে হল পিয়ালী বসাককে। বললেন, কোথায় থামতে হয় জানা উচিত, পর্বতারোহণ পরেও করা যাবে। এর আগে ২০২২ সালের ২২ মে এভারেস্ট (Mount Everest) জয় করেন চন্দননগরের এই পর্বতারোহী। এবার অবশ্য শূন্য হাতেই ফিরতে হল!

আরও পড়ুন: India Pakistan Tension: 'এবার না খেয়ে মরব, কিছু একটা করুন'! 'অপারেশন সিঁদুরে'র পরই পাকিস্তান কেন পরপর ৪ চিঠি লিখল ভারতকে?

আরও পড়ুন: Shani Gochar 2025: ভগবান শনির নয়নে অশনি সংকেত? আগামী দু'বছর কোন কোন রাশিকে দু'হাত ভরে কৃপা করবেন তিনি? জেনে নিন, শনি-কথা...​

লক্ষ্য শিশাপাংমা

দু'বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য ছিল শিশাপাংমা। পিয়ালী আট হাজার মিটার উচ্চতার মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু, এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন, যেগুলি আট হাজার মিটারের কম। এখনও পর্যন্ত পনেরো বার অভিযান করেছেন। ষোলোতম অভিযান ছিল এই শিশাপাংমা। চীন অনুমতি না দেওয়ায় সেই অভিযান হয়নি। তার পরিবর্তে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আহরণ করার অভিযান শুরু করেন। গত ৭ এপ্রিল অভিযানে বের হন চন্দননগর থেকে। ব্যাংক এনডোর্সমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক ২০ লক্ষ টাকা স্পনসরও করে তাঁকে।

fallbacks

মা-বাবার স্বপ্ন

পিয়ালীর মা স্বপ্না ও বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত এক বছরের মধ্যে। তাঁরা সব সময় পিয়ালীকে উৎসাহ দিয়েছেন। পিয়ালীকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তাঁরা। মা বাবার অনুপস্থিতি ফাঁকা লাগে তাঁর। তাঁদের অনুপস্থিতি পিয়ালীকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল ভিতর থেকে। তবে তাঁদের জন্যই তিনি বার বার পর্বতারোহণে বের হন।

বিস্ময়কন্যা 'পাহাড়কন্যা'

পিয়ালী বিস্ময়কন্যা।  ইতিমধ্যেই 'পাহাড়কন্যা' নামও পেয়েছেন তিনি। তাঁর চেষ্টা, অদম্য জেদ সবার কাছে দৃষ্টান্ত হতে পারে বলে মনে করেন তাঁর পরিচিতেরা। শেষবার মাকালু অভিযানে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরতে হয়েছে তাঁকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক কাল নেপালের কাঠমান্ডুর এক হাসপাতালে ভর্তি ছিলেন। এবারের অভিযান যথেষ্ট কঠিন ছিল। তবে ভয় পান না পিয়ালী। পাহাড়ের চূড়ায় তার অনায়াস বিচরণ।

fallbacks

১০০০ মিটার আগেই

আজ, শনিবারই নেপাল থেকে বাড়ি ফিরেছেন পিয়ালী। পিয়ালী বললেন, 'কাঞ্চনজঙ্ঘায় আগে ওঠা হয়নি। তাই এবার যখন শিশাপাংমা অভিযান হল না, ঠিক করলাম, কাঞ্চনজঙ্ঘায় উঠব। সব ঠিকই ছিল। খুব ভালো ক্লাইম্বিংও করছিলাম।' কিন্তু ক্যাম্প ফোর থেকে সামিট করতে আর এক হাজার মিটার দূরে থামতে হয় তাঁকে। জ্বর হয় ও কাশি শুরু হওয়ায় ভারতীয় সেনা তাঁকে ওষুধ দেয়। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও আর এগোনো হয়নি। কারণ শেরপারা অসুস্থ হয়ে পড়েন। পাহাড়ের আবহাওয়া খারাপ হতে থাকায় আর ঝুঁকি নেননি পিয়ালী। ফিরে আসার সিদ্ধান্ত নেন। 

বিশ্বের শ্রেষ্ঠ পর্বতারোহী

পাহাড় চড়ার জেদ থাকার পাশাপাশি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাঁর জন্মেছে। তিনি বলেন, যতটা পাহাড় চড়া ততটাই ফিরে আসার ক্ষমতা থাকা দরকার। জীবন থাকলে আবার অভিযান হবে। তাই আপাতত স্কুল যাওয়া আর বাড়িতে থেকে শরীরচর্চা। পিয়ালীর স্বপ্ন, বিশ্বের শ্রেষ্ঠ পর্বতারোহী হওয়া। সব মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলি আরোহণ করা!

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More