Home> রাজ্য
Advertisement

IIT Kharagpur Student Death: ২ দিন আগেই বাড়ি থেকে ফিরেছিলেন, হস্টেলেই গামছা জড়ানো... ফের IIT পড়ুয়ার রহস্যমৃ*ত্যু...

IIT Kharagpur: ফের রহস্যমৃত্যু আইআইটি পড়ুয়ার। হস্টেলের রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রকে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম ঋতম মণ্ডল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র ছিল সে। বাড়ি কলকাতার রিজেন্ট পার্কের দীনেশ পল্লীতে। 

IIT Kharagpur Student Death: ২ দিন আগেই বাড়ি থেকে ফিরেছিলেন, হস্টেলেই গামছা জড়ানো... ফের IIT পড়ুয়ার রহস্যমৃ*ত্যু...

ই গোপী: গত ৪ মে-র পর ১৮ জুলাই। মাত্র আড়াই মাসের মধ্যেই ফের আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসে মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ আইআইটি খড়্গপুরের রাজেন্দ্র প্রসাদ হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। 

আরও পড়ুন:Chhattisgarh: প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে ইডি! কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে তুলে নিয়ে গেল ছেলেকে...

আইআইটি খড়্গপুর সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম ঋতম মণ্ডল (২১)। মেধাবী এই পড়ুয়া দক্ষিণ চব্বিশ পরগনার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাবার নাম উত্তম মণ্ডল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে। এই নিয়ে চলতি বছরেই মৃত্যু হল চার পড়ুয়ার। জানা গিয়েছে, শুক্রবার সকালে নিজের রুমের গেট না খোলায় ওই হলের অন্যান্য আবাসিকরা ম্যানেজমেন্টকে খবর দেয়।

fallbacks

অন্য়দিকে, ছেলেকে বাবা ফোনে না পেয়ে খড়গপুর আইআইটি সিকিউরিটি কন্ট্রোলে ফোন করেন। তারা গিয়ে দেখেন RP হলের 203 নম্বর রুমে ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান। হল ম্যানেজার পুলিসকে জানালে, পুলিস এসে দরজা খুলে দেখে সিলিং ফ্যান থেকে ঝুলছে পড়ুয়া। গলায় গামছার ফাঁস। এরপরই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারে উপস্থিতিতে ময়নাতদন্ত হবে বলে সূত্রের খবর । কী কারণে এই অস্বাভাবিক মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:Elephant Death: দুই শাবক-সহ তিন হাতির মৃত্যু! দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ১০০ মিটার দূরে...

আরও জানা গিয়েছে, খড়গপুর আইআইটি-তে ছেলেটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে সে দুদিন আগেই গরমের ছুটি কাটিয়ে বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরেছিল। ক্যাম্পাস সূত্রে খবর, যে ছেলেটি যথেষ্ট মেধাবী। তার সিজিপিএ স্কোর ৮-এর ওপরে। ছেলেটির মানসিক স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা ছিল বলেও কর্তৃপক্ষের কাছে কোনও খবর নেই। ছেলেটির রুমমেট এখনও আসেনি।

আইআইটি কর্তৃপক্ষের তরফে এই মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে। জেলা পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, 'আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।'

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More