নিজস্ব প্রতিবেদন: সোমবার জঙ্গল থেকে গোসাবার(Gosaba) মথুরাখণ্ডে ঢুকে পড়ে এক পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। এলাকায় বেশ কয়েকটি গবাদি পশু মেরে ফেলার পর আতঙ্কে কাঁটা হয়েছিলেন এলাকার মানুষজন। এবার সেই বাঘকে খাঁচাবন্দি করলেন বন দফতরের কর্মীরা।
বুধবার ভোররাতে বন দফতরের কর্মীদের পাতা ফাঁদে পা দিয়েই পাকড়াও হয় বাঘটি। ধরা পড়ার পর বাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
লোকালয়ে বাঘ(Royal Bengal Tiger) ঢুকে পড়ার পর মথুরাখণ্ড গ্রাম সংলগ্ন ম্যানগ্রোভের জঙ্গল ও লোকালয়ের মধ্যবর্তী অংশে বেশ কয়েকটি জাল পাতেন বনকর্মীরা। রাখা হয় দুটি খাঁচা। দেওয়া হয় ছাগলের টোপ। গ্রামের রাস্তায় আলো জ্বালিয়ে রাত প্রহরার ব্যবস্থা করা হয়। সেই দুটি খাঁচার মধ্যে একটিতে আজ ভোর পাঁচটা নাগাদ ধরা পড়ে বাঘটি। বনকর্মীরা মনে করছেন শারীরিকভাবে বেশ সক্ষমই রয়েছে বাঘটি।
আরও পড়ুন-কেন্দ্রের উদ্বেগের তালিকায় বাংলা, কোভিড পজিটিভিটি রেটে দেশে শীর্ষে কলকাতা
এনিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সুন্দরবনের বাঘ মাঝেমধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে। গতকাল ২টি গরু ও ২টি ছাগল বাঘের হামলায় মারা গিয়েছে। ওইসব পশুদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে মালিকদের। এই করোনা সংক্রমণের সময়েও বনকর্মীরা গতকাল থেকে জাল নিয়ে নেমে অত্যন্ত পরিশ্রম করে বাঘটিকে খাঁচাবন্দি করেছে। গ্রামবাসীদেরও আমরা সাহায্য পাচ্ছি। বাঘটিকে ক্য়াম্প নিয়ে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি দেখা যায় বাঘটির দেহে কোনও আঘাত নেই। তার শিকার করার ক্ষমতা রয়েছে তাহলে সেটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।