Home> রাজ্য
Advertisement

Chandannagar: চন্দননগরে রাশিয়ান গুপ্তচর? সন্তান-সহ নিখোঁজ বিদেশিনী পুত্রবধূ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ পরিবার...

Chandannagar: শ্বশুরবাড়িতে থাকাকালীন বারবার ফোর্ট উইলিয়ম যেতে চাইত রাশিয়ান বউমা। তারপর থেকেই বাড়িতে ঝামেলা। এরপরই সন্তানের হেফাজতের জন্য আদালতের দ্বারস্থ হন ভিক্টোরিয়া। মামলা চলাকালীনই ছেলেকে নিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।

Chandannagar: চন্দননগরে রাশিয়ান গুপ্তচর? সন্তান-সহ নিখোঁজ বিদেশিনী পুত্রবধূ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ পরিবার...

রাজীব চক্রবর্তী: চমকে দেওয়া এক অভিযোগ। চন্দননগরের বসু পরিবারের আশঙ্কা, পুত্রবধূ ভিক্টোরিয়া জিগালিনা একজন রাশিয়ান গুপ্তচর। আর সেই ভিক্টোরিয়া পাঁচ বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ! সন্তানকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পরিবার।

আরও পড়ুন:Asansol Shocker: বাড়ি বন্ধক, গলা অবধি ঋণ‌! বৃদ্ধ মা-পোষ্যদের বিষ খাইয়ে মা*র*ল ছেলে, তারপর...

সৈকত বসু—চন্দননগরের বাসিন্দা, কর্মসূত্রে একসময় ছিলেন চিনে। সেখানেই পরিচয় হয় রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার সঙ্গে। পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। দেশে ফেরার পর জানা যায়, ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘এফএসবি’-র (একদা কেজিবি) প্রাক্তন আধিকারিক। বসু পরিবারের সন্দেহ, ভিক্টোরিয়াও ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত।

সৈকতের দাবি, বিয়ের পর ভিক্টোরিয়া তাঁকে বারবার ফোর্ট উইলিয়মে যাওয়ার জন্য চাপ দিতেন। কিন্তু প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসুর পরিবার সে অনুরোধে সাড়া না দিলে ভিক্টোরিয়া সন্তানের হেফাজতের জন্য সুপ্রিম কোর্টে যান। মামলার মাঝপথেই সন্তানকে নিয়ে হঠাৎ উধাও হয়ে যান তিনি। বসু পরিবারের আশঙ্কা, তিনি ছেলেকে নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছেন।

আরও পড়ুন:Siliguri Bengal Safari Park: খুশির খবর! শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে তনয়ার ভরা সংসার.. পুজোর আগেই হইচই...

এখন একটাই দাবিতে সরব বসু পরিবার—বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে যেন সন্তানকে দেশে ফিরিয়ে আনা হয়। একদিকে সন্তানের ভবিষ্যৎ, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের সম্ভাব্য জটিলতা—এই দোলাচলে দাঁড়িয়ে আজ চন্দননগরের বসু পরিবারের জীবনযাত্রা রীতিমতো থমকে গিয়েছে। তবে, আদালতের সিদ্ধান্তই বলে দেবে, আদৌ সন্তানকে ফিরে পাবেন কি না সৈকত।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More