Home> রাজ্য
Advertisement

Katwa Digha Bus: সকালে কাটোয়ায় চাপলেই কয়েক ঘণ্টায় দীঘা-পুরুলিয়া, বাস পরিষেবা চালু করছে SBSTC

SBSTC: কাটোয়া-পুরুলিয়া রুটটি পূর্ব ও পশ্চিম বর্ধমানের সংযোগ আরও মজবুত করবে। কাটোয়া থেকে বাসটি যাত্রা করে  গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়ায় পৌঁছাবে

Katwa Digha Bus: সকালে কাটোয়ায় চাপলেই কয়েক ঘণ্টায় দীঘা-পুরুলিয়া, বাস পরিষেবা চালু করছে SBSTC

সন্দীপ ঘোষ চৌধুরী: আগামী ১৩ জুন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC)পক্ষ থেকে চালু হতে চলেছে দুই গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা। কাটোয়া-দীঘা এবং কাটোয়া-পুরুলিয়া রুটে। কাটোয়া থেকে এই দুই রুটের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ওই দিনই। এই সিদ্ধান্তে আনন্দিত এবং উপকৃত হতে চলেছেন বহু সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দা।

দীর্ঘদিন ধরেই কাটোয়া অঞ্চলের মানুষের একটি সরাসরি পর্যটনগামী সরকারি বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির বাস্তবায়ন ঘটতে চলেছে এই দীঘা রুটের মাধ্যমে। এই বাসটি কাটোয়া থেকে যাত্রা শুরু করে ভাতার, বর্ধমান, আরামবাগ ও মেছেদা হয়ে দীঘায় পৌঁছাবে। দীঘা বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, ফলে এই বাস পরিষেবা পর্যটকদের কাছে অত্যন্ত লাভজনক এবং সময়সাশ্রয়ী হতে চলেছে।

বিশেষ করে গ্রীষ্মের ছুটি ও সপ্তাহান্তে যখন দীঘাগামী পর্যটকদের ভিড় বেড়ে যায়, তখন এই নতুন রুট আরও বেশি কার্যকর হবে বলে মনে করছে পরিবহন সংস্থা। এতে বেসরকারি গাড়ির উপর নির্ভরতা কমবে এবং যাত্রীরা তুলনামূলক সুলভ মূল্যে সুরক্ষিত যাত্রার সুযোগ পাবেন। জানা যায় কাটোয়া থেকে দীঘা গামী বাসটি সকাল ৮টা ৫ মিনিটে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বর্ধমান আরামবাগ হয়ে দীঘা পৌঁছাবে। অন্যদিকে দীঘা থেকে  কাটোয়া আসার বাসটি সকাল ৭ টা৫ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং আরামবাগ বর্ধমান হয়ে কাটোয়া পৌঁছাবে।
 
অন্যদিকে, কাটোয়া-পুরুলিয়া রুটটি পূর্ব ও পশ্চিম বর্ধমানের সংযোগ আরও মজবুত করবে। কাটোয়া থেকে বাসটি যাত্রা করে  গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়ায় পৌঁছাবে।  কাটোয়া থেকে পুরুলিয়া যাওয়ার বাসটি ভোর ৪ টে ৫০ মিনিটে ছেড়ে গুসকরা , দুর্গাপুর , বাঁকুড়া হয়ে পুরুলিয়া পৌঁছাবে, অন্যদিকে পুরুলিয়া থেকে কাটোয়া আসার বাসটি  সকাল ৯ টা ৫ মিনিটে  পুরুলিয়া থেকে ছেড়ে বাঁকুড়া, দুর্গাপুর, গুসকরা হয়ে কাটোয়া পৌঁছাবে।

এই রুটটির মাধ্যমে একদিকে যেমন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দুর্গাপুর ও বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ স্থাপন হবে, অন্যদিকে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়া পর্যটকরাও উপকৃত হবেন। শিক্ষার্থী, চাকুরিজীবী ও ছোট ব্যবসায়ীদের জন্যও এই রুটটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন-'অভিশপ্ত' হানিমুন! গোয়ায় যাওয়ার আগেই ট্রেনে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত স্বামীর...

আরও পড়ুন-কলকাতাতেই ছিল আরিয়ান! সোদপুর কাণ্ডে গ্রেফতার 'পর্ন-কুইন' শ্বেতার গুণধর ছেলে...

১৩ জুন দুপুরে কাটোয়া থেকে এই দুই বাস পরিষেবার উদ্বোধন হবে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে। উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকেরা, পূর্ব বর্ধমান জেলা শাসক, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সম্ভাব্য যাত্রীদের জন্য থাকবে উদ্বোধনী যাত্রার বিশেষ ব্যবস্থা।

SBSTC সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের চাহিদা ও সাড়া অনুসারে ভবিষ্যতে এই রুটে বাসের সংখ্যা ও পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে। প্রতি রুটে আপাতত দৈনিক একটি করে বাস চালানো হবে। টিকিটের মূল্য, সময়সূচি ও অনলাইন বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য পরিবহন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও স্থানীয় কাউন্টার থেকে পাওয়া যাবে। এই নতুন বাস পরিষেবাগুলি শুধু কাটোয়া নয়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মানুষদের জন্য যোগাযোগ ও যাত্রার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। পর্যটন, শিক্ষা, শিল্প ও ব্যবসার বিকাশে এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More