Home> রাজ্য
Advertisement

Elephant Attack: লন্ডভন্ড স্কুলের রান্নাঘর! মালবাজারে আবার দাঁতালের হামলা...

Elephant Attack: হাতির হামলায় মালবাজারে সৃষ্টি আতঙ্ক। থরহরি কম্পমান অবস্থা বিদ্যালয়ের পড়ুয়াদের। বিদ্যালয়ের রান্নাঘর ভেঙে...

Elephant Attack: লন্ডভন্ড স্কুলের রান্নাঘর! মালবাজারে আবার দাঁতালের হামলা...

অরূপ বসাক: মালবাজারে স্বস্তি নেই। একের পর এক ঘটনা- কখনও হাতি, কখনও চিতা, কখনও কিং কোবরা। চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। হয় হাতি, নয় লেপার্ড, নয় সাপের ঝক্কি তো লেগেই থাকে এখানে। কিছুদিন আগেই খবর মিলেছিল বাইসনের খবর। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইভিল চা-বাগানের বসতি এলাকায় ঢুকে পড়েছিল একটি বাইসন। বাইসনের সামনে পড়ে আহতও হয়েছিলেন দু'জন। এবার আবার মালবাজারের নাম উঠে এল শীর্ষে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

হাতির আক্রমণে সরকারী বিদ্যালয়ের রান্নাঘর ক্ষতিগ্রস্থ হল। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার  নাগরাকাটা ব্লকে খয়েরবাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় ও বন দপ্তর সুত্রে জানা গেছে, রাতে একটি দাঁতাল হাতি খাবারের সন্ধানে নিকটবর্তী গোরুমারা জঙ্গল থেকে খয়েরবাড়ি জনবহুল এলাকায় চলে আসে। হাতিটি খাবারের সন্ধানে, খয়েরবাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায় এবং রান্নাঘরের দেওয়াল ভেঙে দেয়। খেয়ে নেয় আনাজপাতি। হাতির ডাক শুনে স্থানীয় লোকেরা শব্দ করতে শুরু করে এবং হাতি আবার জঙ্গল ফিরে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় মাহাতো জানিয়েছেন, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে রান্নাঘর। এখন বাচ্চাদের রান্নাবান্না কোথায় হবে তা ভেবে চিন্তে পাচ্ছিনা। এব্যাপারে বন দপ্তরকে জানানো হয়েছে। 

fallbacks

আরও পড়ুন:Drunk Man's Rampage: মদ খেয়ে তাণ্ডব ছেলের! প্রতিবাদ করায় বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর বৃদ্ধ বাবা-মাকে...

মালবাজার থেকে বারংবার আসে বাঘের আক্রমণের খবর। কথায় আছে 'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়', বাঘেদের লোকালয়ে যখন তখন হামলায় এমনিতেই তটস্থ থাকেন মালবাজারের গ্রামবাসীরা। বাঘের ভয় তাড়া করে বাড়াচ্ছে তাদের মনে। কখনও ওড়িশা থেকে বাঘ চলে আসছে তো কখনওবা নদী সাঁতরে লোকালয়ে ঢুকছে বাঘ। এখন এমন অবস্থায় গ্রামেগঞ্জে যখন তখন দেখা মিলতে পারে দক্ষিণরায়ের। তারা বন থেকে বেড়িয়ে সরাসরি ঢুকে পড়ছে লোকালয়ে, বনকর্মীরা তাদের ধরতে গেলে কখনও কখনও থাবা খেতে হচ্ছে তাঁদের। তাই বাঘের ভয়ে এমনিতেই ঘুম উড়ছে এলাকাবাসীর। যেমন আমরা জিপিএস দেখে অচেনা জায়গায় যেতে পারি; বাঘেদের কাছে, হাতিদের কাছে, এমন কী বাইসনদের কাছেও আমাদের মতো এই সুবিধা নেই। তাই ওরা যেখানে সেখানে যখন তখন হেঁটে-চলে বেড়াচ্ছে বহাল তবিয়তে। এরই মাঝেই খবর মিলল, ফের মালবাজারের স্কুলে দাঁতালের হামলা।

আরও পড়ুন:WB Weather Update: দোলেই চড়বে পারদ! কলকাতাতেই ৪০ ছোঁবে, জেলার কথা শুনলে...

এখানে কোনও সম্ভাবনার কথাই উড়িয়ে দিতে পারছেন না এলাকাবাসীরা। তাঁরা বলছেন যদি বিদ্যালয়ে পড়ুয়াদের থাকাকালীন সময় তার আগমন হত, তাহলে কী হতে পারতো! যদি বিদ্যালয়ের রান্নাঘরে আক্রমণ না করে ক্লাসের সময়ে ক্লাসরুমে দাঁতাল আক্রমণ করতো তাহলে কী হত? অবিলম্বে দাঁতাল হামলায় পদক্ষেপ চাইছে এলাকাবাসী।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More