Home> রাজ্য
Advertisement

ঘরের কাজ না করায়, মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী কিশোরী

ঘরের কাজ না করায় মায়ের বকুনি। আর তাতেই অভিমানে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বেলডাঙায়। মৃতার নাম সরস্বতী মধু। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘরের কাজ না করায়, মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী কিশোরী

নিজস্ব প্রতিনিধি : ঘরের কাজ না করায় মায়ের বকুনি। আর তাতেই অভিমানে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বেলডাঙায়। মৃতার নাম সরস্বতী মধু। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- সরকারি বাস হাইজ্যাক, চোরের বেপরোয়া ড্রাইভিংয়ে আহত টোটো চালক

জানা গেছে, সরস্বতী স্থানীয় মছলন্দপুরের ভুদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। গত শুক্রবার টোটোর ধাক্কায় গুরুতর জখম হন সরস্বতীর মা। বুধবার সকালে মেয়েকে ঘরের কিছু কাজ করে দিতে বলেন অসুস্থ মা। এ নিয়েই চলে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি। রেগে গিয়ে মেয়েকে বকুনি দেন তিনি। পুলিসের ধারণা এর পরেই গলায় ওরনায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে কিশোরী। হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Read More