Home> রাজ্য
Advertisement

Murshidabad News: স্কুল যাচ্ছি বলে আর বাড়ি ফেরেনি, চাষের জমি থেকে উদ্ধার ছাত্রীর গলাকাটা-বিবস্ত্র দেহ

Murshidabad Shocker: পরিবার সূত্রে খবর, বিকেল গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি সে। এরপরই খোঁজখবর শুরু হয়। রাতেই সামসেরগঞ্জ থানায় নিখোঁজ ডাইরি করা হয় 

Murshidabad News: স্কুল যাচ্ছি বলে আর বাড়ি ফেরেনি, চাষের জমি থেকে উদ্ধার ছাত্রীর গলাকাটা-বিবস্ত্র দেহ

সোমা মাইতি: চাষের জমি থেকে উদ্ধার হল ছাত্রীর গলাকাটা বিবস্ত্র দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। মঙ্গলবার সকালে ওই ছাত্রীর দেহ মেলে তিলের জমি থেকে। ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস। 

মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানীনগরের এক তিলের জমি থেকে ওই ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিসে। পুলিস এসে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবার সূত্রে খবর সোমবার সামশেরগঞ্জ থানার মহিষাস্থলির বাড়ি  থেকে স্কুল যাচ্ছে বলে বেরিয়ে যায় ওই ছাত্রী। বিকেল গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি সে। এরপরই খোঁজখবর শুরু হয়। রাতেই সামসেরগঞ্জ থানায় নিখোঁজ ডাইরি করা হয়। 

এদিকে, মঙ্গলবার সকালে ওই ছাত্রীর রক্তাক্ত বিবস্ত্র গলাকাটা দেহ পাওয়া যায় তিলের জমিতে। স্থানীয় মানুষজন তা দেখতে পেয়ে খবর দেয় পুলিসে। ছাত্রীর পরিবারের লোকজন এসে মৃতদেহ সনাক্ত করে। জানা যাচ্ছে ওই ছাত্রীর নাম শারমিন খাতুন। এবার মাধ্যমিক পরীক্ষায় ফেল করে সে। সদ্য ১৮ পার করেছে।

আরও পড়ুন-নিজের মাথায় গুলি? পুলিসকর্মীর রহস্যজনক আহত হওয়ার ঘটনায় ধোঁয়াশা...

আরও পড়ুন- স্ক্রু ড্রাইভার দিয়ে ছিঁড়ল গোপনাঙ্গ! ১৮ বার ছুরির কোপ, খুনের পর ঘুমিয়ে পড়ল প্রেমিক...

ওই ঘটনার সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্কের কথা উঠে আসছে ছাত্রীর পরিবারের তরফে। পরিবারের দাবি ওই যুবকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠতা ছিল। ফলে গতকাল ওই যুবকের সঙ্গে ছাত্রীর বাড়িতে থেকে বের হওয়ার জল্পনা দানা বাঁধছে। এমনটাই প্রথামিক অনুমান করছে ছাত্রীর পরিবার। পুলিস এনিয়ে তদন্ত শুরু করেছে। তবে এলাকায় পাওয়া যাচ্ছে না ওই যুবককে। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিস সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More