Home> রাজ্য
Advertisement

Kashmir Attack: 'মুখ্যমন্ত্রী ঝন্টুর স্ত্রী-র মতো আমাদেরও একটা চাকরি দিলে পরিবারটা বেঁচে যায়', আর্জি শহিদ রঞ্জিত পত্নীর...

Jhantu Ali Sheikh: পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছে জঙ্গিরা। নৃশংস হত্যালীলার বদলা নিতে উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জঙ্গি দমনে নেমে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন আরেক বঙ্গ সন্তান, ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ঝণ্টু আলি শেখ।

Kashmir Attack: 'মুখ্যমন্ত্রী ঝন্টুর স্ত্রী-র মতো আমাদেরও একটা চাকরি দিলে পরিবারটা বেঁচে যায়', আর্জি শহিদ রঞ্জিত পত্নীর...

বরুণ সেনগুপ্ত: চরম আর্থিক সংকটে ভাটপাড়ার শহিদ রঞ্জিতের পরিবার, ঝন্টু আলী শেখের স্ত্রীর মতো চাকরির প্রার্থনা করছেন স্ত্রী কৌশল্যাও। ২০২৩ সালে ৬ জুন ভাটপাড়া শুগিয়াপাড়ার বাসিন্দা রঞ্জিত যাদব মনিপুরে জঙ্গীদের গুলিতে শহিদ হয়েছিলেন। এরপর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটছে। ৭ জনের সংসার রঞ্জিত যাদবের পরিবারে। তারমধ্যে এক প্রতিবন্ধী বোনও আছে রঞ্জিতের। শহিদ BSF জওয়ান রঞ্জিত যাদবের অবসর ভাতাই একমাত্র সম্বল গোটা যাদব পরিবারের।

আরও পড়ুন, WBCHSE 12th Result 2025: প্রথমবিভাগে পাস করেও কান্নার রোল সুজলির বাড়িতে, 'দেখে যেতে পারল না'! আফসোস পরিবারের...

যে কটা টাকা পান তা দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে এই শহিদ পরিবারের। তবে শহিদ রঞ্জিতের স্ত্রী কৌশল্যা যাদব এবং মা ভারতী যাদবের একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঝন্টু আলি শেখের স্ত্রী-কে চাকরি দিয়েছে, সেইরকম যদি তাকে একটা চাকরি দেয় তাহলে পরিবারটা বেঁচে যায়। বুধবার জেলাশাসকের কাছে গিয়েছিলেন। কিন্তু মিটিংয়ে ব্যস্ত থাকায় আর সাক্ষাৎ হয়নি। 

তবে মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে দাঁড়ান তাহলে বেঁচে যাবে গোটা পরিবার। মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সেই জেলাতে দাঁড়িয়েই নিহত বিএসএফ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রী শাহানাজ শেখকে রাজ্য পুলিসের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিহত ঝন্টু আলি শেখের পরিবারকে দেওয়া হয় ১০ লক্ষ টাকার চেক।

দিন কয়েক আগে কাশ্মীরের পেহেলগাও তে ২৬ জন পর্যটকদের হত্যা করা হয়। জানা যায় সেই সমস্ত জঙ্গিরা পাকিস্তান মদতপুস্ট। এরপরেই প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ। প্রসঙ্গত, নদিয়া জেলার তেহট্টের পাথরঘাটা অঞ্চলের বাসিন্দা ৬ প্যারা এসএফ-এ  কর্মরত ছিলেন ঝন্টু আলি শেখ।। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই উধমপুরের জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে নিহত হন ঝন্টু । 

আরও পড়ুন, Uchcha Madhyamik Result 2025: আশ্চর্য উড়ান! সাঁওতালিতে উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম দিনমজুরের মেয়ে মিনতি! গলি থেকে রাজপথ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More