নিজস্ব প্রতিবেদন: সিগন্যাল বিভ্রাট, অফিস টাইমে শিয়ালদা মেইন লাইনে ভোগান্তি। শ্যামনগর স্টেশনে সিগন্যাল খারাপ হয়ে গিয়েছে।
এরফলে শিয়ালদা মেইন লাইনে আপ ও ডাউন ট্রেন দেরিতে চলছে।
চতুর্থ দফার ভোট সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী
সকাল ৭ টা ২৪মিনিট থেকে শ্যামনগরে সিগন্যাল খারাপ হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছেন রেলের আধিকারিকরা। সিগন্যাল সারানোর চেষ্টা চলছে। তবে এর জেরে বারাকপুর নৈহাটি সেকশনে সব ট্রেন দেরিতে চলছে। যেকটি ট্রেন চলছে, প্রত্যেকটিতে অফিস টাইমে মারাত্মক ভিড় হচ্ছে। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।