Home> রাজ্য
Advertisement

Siliguri Chickens Neck: চার দেশ ঘিরে রয়েছে শিলিগুড়িকে, জাতীয় নিরাপত্তার দাবি মেয়রের

Siliguri Chickens Neck: জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে মেয়র বলেন, উত্তর পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি। শিলিগুড়িকে জাতীয় গুরুত্বপূর্ণ শহরের দাবি জানিয়েছি

Siliguri Chickens Neck: চার দেশ ঘিরে রয়েছে শিলিগুড়িকে, জাতীয় নিরাপত্তার দাবি মেয়রের

নারায়ণ সিংহরায়: শিলিগুড়িকে কেন্দ্র করে একদিকে চিন অন্যদিকে বাংলাদেশ, একপাশে নেপাল অন্যদিকে ভূটান। চারটি আন্তর্জাতিক সীমান্ত। এটাই চিকেন নেক। সীমান্ত সুরক্ষিত থাকলেও অপরাধের সংখ্যা বাড়ছে শহরের অন্দরেই। সেই সমস্যা থেকে রেহাই পেতেই শিলিগুড়িকে জাতীয় নিরাপত্তার আওতায় আনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন মেয়র গৌতম দেব। 

সম্প্রতি শহরে ঘটে যাওয়া একাধিক দুঃসাহসিক ডাকাতি থেকে লুটের ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। যে বা যারা পুলিসের আওতার মধ্যে আসছে তারা প্রত্যকেই পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা। কাজেই দুষ্কৃতীদের বাগে আনতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিসকে। বেশিরভাগ ক্ষেত্রেই যোগ মিলছে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থনের মত রাজ্যের। তারা শহরে থাকছেন কোন ভুয়ো পরিচয়ে, শহরের রেইকি করছেন। সীমান্তের খুটিনাটি জানছেন। অপরাধ সংগঠিত করে পুনরায় ফিরে যাচ্ছেন নিজের রাজ্যে। পরিকল্পনা করে তা বাস্তবায়ন করছেন এই শহরের বুকে থেকেই। প্রশাসন ঘূনাক্ষরেও জানতে পারছে না। শহরের অন্দরের অপরাধ দমনে এবার জাতীয় নিরাপত্তার দাবি মেয়রের। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা শিলিগুড়ির নিরাপত্তা পুলিসের একার পক্ষে সম্ভব নয় তা কার্যত স্বীকার করে নিলেন মেয়র গৌতম দেব। 

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে মেয়র বলেন, "বেশিরভাগ মানুষ এখানে কাজ করে চলে যায়। এদের মধ্যে কিছু লোক এই ধরনের কাজ করছে। সেই লোক গুলোকে যদি চিহ্নিত না করা যায় তাহলে সমস্যা। রাজ্য কতটা করবে। একটা সীমিত সোর্সের উপর কাজ। কেন্দ্র ঢিলাঢালা এ বিষয়ে। কিন্তু উত্তর পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি। শিলিগুড়িকে জাতীয় গুরুত্বপূর্ণ শহরের দাবি জানিয়েছি। এটা আমি মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে জানাব। জাতীয় সুরক্ষার মধ্যে কেন শিলিগুড়িকে গণনা করা হবে না। এটা কেন্দ্র রাজ্য উভয়ের বিষয়। এটা রাজ্যের বিষয় না। শুধুমাত্র সংবিধান দেখলে হবে না এটা ওরাও জানে। বাংলাদেশ এবং চিন দুটোই পাশাপাশি। পরিস্থিতি এখন আলাদা। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখব আমি।"

আরও পড়ুন-বিশ্ব শান্তি সূচকে সবচেয়ে বেশি ধাপ নামল বাংলাদেশ, কোথায় স্থান ইউনূস সরকারের?

আরও পড়ুন-বন্ধুত্ব অতীত! ট্রাম্পের সঙ্গে লড়তে এবার মাস্কের নতুন দল...

অন্যদিকে মেয়রের এমন মন্তবের পরই এক প্রকার তার বিরুদ্ধে তোপ দাগলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বলেন,  "বিএসএফের আওতাধীন এলাকা বাড়ানোর প্রশ্ন যখন এসেছিল তখন এই মুখ্যমন্ত্রী রে রে করে এগিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন রাজ্যের আইনশৃঙ্খলার উপর এটা হস্তক্ষেপ করা হচ্ছে। আর আজকে যখন শিলিগুড়ি সহ অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা উলঙ্গ হয়ে গিয়েছে তখন বিএসএফের কথা মনে পড়েছে! যখন যেমন তখন তেমন এমন কথা বলে আপনারা আপনাদের দায়িত্ব থেকে দায় এড়াতে পারেন না। গৌতম বাবুর এটা বোঝা উচিত আন্তর্জাতিক সীমান্ত আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কিন্তু এই ধরনের কথা কোন মেয়র বা বিধায়ককে বলতে শুনিনি। আসলে মেয়র সাহেব না পারেন কর্পোরেশন চালাতে আর না পারেন আইন-শৃঙ্খলা রক্ষা করতে। শিলিগুড়ি সহ রাজ্যের অন্যান্য থানা গুলোতে পুলিস কর্মীর এতটাই অভাব যে তাদের পক্ষে আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে না। সিভিক ভলেন্টিয়ার দের হাত ধরে যখনই আইনশৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছে তখনই গোটা ব্যবস্থাটা ভেঙে পড়ছে।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More