Home> রাজ্য
Advertisement

Digha jagannath dev snan yatra 2025: ১০৮ ঘড়া জলে প্রভুর স্নানযাত্রা, আজই ভক্তদের মাঝে ধরা দেবেন গজবেশে

Snan Yatra: পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় তৈরি জগন্নাথ মন্দিরের দ্বারোদ্‌ঘাটন হয়েছে গত অক্ষয় তৃতীয়ার দিন

Digha jagannath dev snan yatra 2025: ১০৮ ঘড়া জলে প্রভুর স্নানযাত্রা, আজই ভক্তদের মাঝে ধরা দেবেন গজবেশে

কমলাক্ষ ভট্টাচার্য: আজ জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব।  ১০৮ ঘড়া জলে পঞ্চামৃতের মিশ্রণে অভিষেক পর্ব চলবে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার। আর তার পরেই ১৫ দিনের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ দেব।

ধুম জ্বরে কাবু নীলমাধব সুস্থ হয়ে ফের দর্শন দেবেন রথযাত্রার দিনে। তার আগে আজ শেষবারের মতো স্নানযাত্রার পরে ভক্তদের মাঝে ধরা দেবেন গজবেশে। প্রভুর রাজকীয় স্নানযাত্রার জন্য দিঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে মণ্ডপ। যেখানে বিশেষ উপচারের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা হচ্ছে। রাতে গজবেশে ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ। তারপরেই অন্তরালে চলে যাবেন তিনি।

বস্তুত, বুধবার শেষ বারের জন্য ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ। তার পর একে বারে রথযাত্রার দিন ২৬ জুন মন্দিরের দরজা খুলবে। বুধবার হুগলির মাহেশ, নদিয়ার মায়াপুরেও সাড়ম্বরে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। কলকাতার ইসকনের স্নানযাত্রা রয়েছে বুধবার দুপুর সাড়ে ৩টেয়। রবীন্দ্র সরোবরের কাছে নজরুল মঞ্চে অনুষ্ঠানাদি রয়েছে। 

আরও পড়ুন-অশুভ শক্তির বিনাশ! একাধিককে ধর্ষণ, ৬০ বছরের বর্বরকে কুপিয়ে পোড়াল নির্যাতিতারা...

আরও পড়ুন-চায়ে মাদক মেশাতেই বেহুঁশ নার্স! জ্ঞান ফিরতেই দেখে...ভয়ংকর

পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় তৈরি জগন্নাথ মন্দিরের দ্বারোদ্‌ঘাটন হয়েছে গত অক্ষয় তৃতীয়ার দিন। এ বারই দীঘায় প্রথম বার গড়াবে জগন্নাথদেবের রথের চাকা। পুরীর মতো সমস্ত রীতি মেনে আজ জগন্নাথদেবের স্নানযাত্রা হবে। মূল গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহ ত্রিমূর্তি অধিষ্ঠান করবে বিশেষ মন্ডপে। এই পর্বের নাম পাহান্ডি বিজয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More