Home> রাজ্য
Advertisement

Siliguri Murder: নেশাগ্রস্ত ছেলেকে দেখে প্রবল বকাবকি করেন মা, তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

প্রায়ই নেশা করে বাড়ি ফিরত বিকি। এনিয়ে মায়ের সঙ্গে ঝগড়াও হতো বিকির

Siliguri Murder: নেশাগ্রস্ত ছেলেকে দেখে প্রবল বকাবকি করেন মা, তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

নিজস্ব প্রতিবেদন: ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে বকাবকি করেন মা সোনামী ওঁরাও। তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ছেলের হাতের রডের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারালেন মা। শিলিগুড়ির শিমুলবাড়ি এলাকার ঘটনা। অভিযুক্ত ছেলের নামে বিকি ওঁরাও।

প্রতিবেশী সূত্রে খবর, প্রায়ই নেশা করে বাড়ি ফিরত বিকি। এনিয়ে মায়ের সঙ্গে ঝগড়াও হতো বিকির। ২১ মার্চ তা ছেলেকে নেশা করতে দেখে রেগে যান সোনামী। প্রবল বকাবকি করেন ছেলেকে। শুরু মা-ছেলের বচসা। কথা কাটাকাটির মধ্যেই নেশার ঘোরে লোহার রড দিয়ে মায়ের মাথার একাধিকবার আঘাত করে বিকি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনামীর।

ওই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রধাননগর থানায়। কিন্তু পালিয়ে যায় বিকি। শেষপর্যন্ত মঙ্গলবার গভীর রাতে শিমুলবাড়ি এলাকায় দেখা যায় বিকিকে। এলাকার এক জঙ্গলে লুকিয়ে ছিল সে। বুধবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিস। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুন-উহান ফেরত বিমানযাত্রীর 'অস্বাভাবিক' মৃত্যু বাগডোগরা বিমানবন্দরে, জোর চাঞ্চল্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More