Home> রাজ্য
Advertisement

Malda Shocker: ছেলের অপরাধ বাবার দ্বিতীয় বিয়ে আটকানো! শ্বাসরোধ করে সিলিং থেকে ঝুলিয়ে দিল...

Malda: পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ। রবিবার রাতে বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিং এর ঝুলিয়ে দেওয়া হয়।

Malda Shocker: ছেলের অপরাধ বাবার দ্বিতীয় বিয়ে আটকানো! শ্বাসরোধ করে সিলিং থেকে ঝুলিয়ে দিল...

রণজয় সিংহ: বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে। আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করে শোয়ার ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহি এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং কাকা ডনি মোমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মৃত যুবকের এক মামা সামিম নবাব এই অভিযোগ পুলিসকে জানিয়েছেন। মৃতের নাম রাজ মোমিন (২০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে মাধ্যমিকস্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল ওই যুবক। সে তাঁর বাবার ইলেক্ট্রিকের দোকান দেখাশোনা করতো। কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলমের সঙ্গে তাঁর স্ত্রী'র সামিমা বিবির কয়েক বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয়। 

আরও পড়ুন:  গ্যাস-অম্বল সারাতে মলদ্বার দিয়ে পাইপে করে হাওয়া! শরীর ফুলে মৃত্যু মিল শ্রমিকের...

এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজ মোমিন । কিন্তু উপরন্তু জুটতো মারধোর। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সরফরাজ আলম। সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মৃতের মামা সামিম নাদাব এবং এক মাসি শাবানা বিবি জানিয়েছেন, তাঁর দিদিকে জামাইবাবু সারফারাজ আলম অনেকদিন আগেই মারধর দিয়ে তাড়িয়ে দেয়। ভাগ্নে রাজ মোমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সঙ্গে থাকতো।

আরও পড়ুন: চপপ্রেমীদের তীর্থস্থান মান্নাবাবুর এই দোকান! এখানে মেলে বেগুনের বিরিয়ানিও...

মাঝেমধ্যে তার মায়ের সঙ্গে আসতো দেখা করতে। কিন্তু তার এক কাকা ডনি মোমিন এবং জামাইবাবু সরফরাজ আলম রাজ মোমিনের ওপর নানান অজুহাতে অত্যাচার চালাচ্ছিল। কারণ, আমার জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল। এনিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে। রবিবার রাতে বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিং এর ঝুলিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More