Home> রাজ্য
Advertisement

Mount Eveerest: বেসক্যাম্প থেকে ৩৯ দিনের চেষ্টায় এভারেস্টের শিখরে বর্ধমানের সৌমেন..

Mount Everest: পেশায় সরকারি কর্মী, নেশায় পর্বতারোহী। গত ২০ বছর ধরে পাহাড়ে যাচ্ছেন  সৌমেন। দেশে বিদেশের বহু পর্বত শিখরে ওঠেছেন। সেই তালিকায় এবার মাউন্ট এভারেস্টও।

Mount Eveerest: বেসক্যাম্প থেকে ৩৯ দিনের চেষ্টায় এভারেস্টের শিখরে বর্ধমানের সৌমেন..

অরূপ লাহা: ২ মাসের অভিযান শেষে মিলল সাফল্য। এভারেস্ট শিখর ছুঁলেন বর্ধমানের সৌমেন সরকার।  ৮৮৪৯ মিটার উঁচুতে উঠে তুললেন জাতীয় পতাকা। 

আরও পড়ুন:  Climber Death: এভারেস্ট জয় করে নীচে নামার সময়ে মৃত্যু হল রানাঘাটের পর্বতারোহীর। হঠাৎই আবহাওয়া খারাপ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে...

বর্ধমান শহরের রানিসায়রের পূর্ব পাড় এলাকার বাসিন্দা সৌমেন। পেশায় রাজ্য সরকারি কর্মী। পূর্ত দপ্তর সহকারী ইঞ্জিনিয়ার। নেশা, পর্বত অভিযান।  প্রায় কুড়ি বছর বিভিন্ন পাহাড়ে যাচ্ছেন তিনি। দেশে বিদেশের বহু পর্বত শিখরে ওঠেছেন তিনি।  ২০২৪ মাউন্ট দেওয়া টিব্বা, ২০২৩ সালে রাশিয়ার মাউন্ট একব্রুশ চূড়ায় পা রাখেন বছর ছাপান্নের এই পর্বতারোহী। এবার গন্তব্য ছিল মাউন্ট এভারেন্ট ও মাউন্ট লোৎসে। বর্ধমান থেকে ১ এপ্রিল রওনা দিয়েছিলেন সৌমেন। ৭ এপ্রিল  পৌঁছন এভারেস্ট বেসক্যাম্পে। এরপর শুরু হল মূল অভিযান। । ৩৯ দিনের মাথায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখলেন তিনি।

এদিকে এভারেস্ট শৃঙ্গে পা রেখেছিলেন নদীয়ার রানাঘাটের  সুব্রত দাসও। কিন্তু যখন নীচে নামছিলেন, তখন হঠাত্‍ আবহাওয়া খারাপ হতে শুরু করে। অসুস্থ হয়ে পড়েন সুব্রত। যে সংস্থার সঙ্গে গিয়েছিলেন, সেই সংস্থার দাবি, দ্রুত নিচে নামতে গিয়ে মৃত্য়ু হয় তাঁর। সেই সংস্থার তরফেই আজ, শুক্রবার সকালে সুব্রতর মৃত্যুর খবর জানানো হয়। এই খবর এসে পৌঁছতেই বাড়িতে কান্নার রোল ওঠে। পাড়া-প্রতিবেশী এবং সন্নিহিত এলাকায় নেমে আসে শোকের  ছায়া।

আরও পড়ুন:  Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড হওয়ার আশঙ্কা উত্তরের ৫ জেলা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More