Home> রাজ্য
Advertisement

ATM Fraud: 'বুঝতেই পারিনি, ও আমার জীবনভর সঞ্চয়টা নিয়ে পালাবে', লক্ষাধিক টাকা হারিয়ে বৃদ্ধার আর্তি...

South 24 Pargana News: বৃষ্টিভেজা এক দিনে স্থানীয় একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে যান শিবপ্রসাদবাবু। বয়সজনিত কারণে কার্ড ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন তিনি। কিন্তু এরপর শুরু হয় আসল দুর্ভোগ। 

ATM Fraud: 'বুঝতেই পারিনি, ও আমার জীবনভর সঞ্চয়টা নিয়ে পালাবে', লক্ষাধিক টাকা হারিয়ে বৃদ্ধার আর্তি...

তথাগত চক্রবর্তী: এটিএম থেকে টাকা তোলার নাম করে প্রতারণা, চম্পাহাটির বৃদ্ধের শেষ সম্বল হরণ চম্পাহাটিঃ এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে জীবনের শেষ সম্বল হারালেন চম্পাহাটির এক বৃদ্ধ। নাম শিবপ্রসাদ চক্রবর্তী। অভিযোগ, এক প্রতারকের খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন তিনি। ইতিমধ্যে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Katwa: বেচেছেন শেষ সম্বল সোনার কানের! রোজ ক্ষুধার্তের মুখে তুলে দেন গরম ভাত! নিঃসঙ্গ বীরাঙ্গনা কাজলীদির...

ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে। বৃষ্টিভেজা এক দিনে স্থানীয় একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে যান শিবপ্রসাদবাবু। বয়সজনিত কারণে কার্ড ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন তিনি। তখনই এক অচেনা ব্যক্তি এগিয়ে এসে সাহায্যের প্রস্তাব দেন। ভদ্রভাবে সাহায্যের কথা বলায় সন্দেহ না করে শিবপ্রসাদবাবু নিজের এটিএম কার্ড তুলে দেন ওই ব্যক্তির হাতে। অভিযোগ, টাকা না উঠলেও সেই ব্যক্তি একই ধরনের একটি নকল এটিএম কার্ড হাতে দিয়ে বলেন, 'সিস্টেমে সমস্যা হয়েছে, এখন টাকা উঠবে না।' সেই কার্ড নিয়েই বাড়ি ফিরে যান বৃদ্ধ।

কিন্তু এরপর শুরু হয় আসল দুর্ভোগ। বাড়ি ফিরে খেয়াল করেন, একে একে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। কয়েকদিনের মধ্যেই প্রায় এক লক্ষ টাকা খোয়া যায় তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে। তড়িঘড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন শিবপ্রসাদবাবু। শিবপ্রসাদবাবু বলেন, “বয়স হয়েছে, প্রযুক্তির সবকিছু বোঝা হয় না। সেদিন বৃষ্টি হচ্ছিল, মাথাও ঠিক কাজ করছিল না। তাই লোকটাকে বিশ্বাস করে ফেলি। বুঝতেই পারিনি, ও আমার জীবনভর সঞ্চয়টা নিয়ে পালাবে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বৃদ্ধের আর্তি— “যদি আমার টাকা না-ও ফেরে, যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয়।” 

আরও পড়ুন, Husband Kills Wife: নিষ্কর্মা স্বামীর চণ্ডাল রাগ! টাকা না দেওয়ায় রোজগেরে স্ত্রীকে গু*লি করে মারল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More