Home> রাজ্য
Advertisement

রবিবার সকালের কয়েক পশলায় স্বস্তি খুঁজছে দক্ষিণবঙ্গবাসী

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, আগামী কয়েকদিনে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল হাওয়া অফিস। এদিনের বৃষ্টিপাতের কারণ কী তা অবশ্য খোলসা করা হয়নি। 

রবিবার সকালের কয়েক পশলায় স্বস্তি খুঁজছে দক্ষিণবঙ্গবাসী

নিজস্ব প্রতিবেদন: চরম দহনবেলায় আকাশ ঢাকল মেঘে। নামল বৃষ্টি। কোথায় টিপটিপ, কোথাও ঝমঝম। এক পশলা বৃষ্টিতে স্বস্তি খুঁজছে দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া জেলাগুলি। তবে শহর কলকাতায় বৃষ্টি হয়েছে নামমাত্র। 

রবিবার সকালে হঠাত্ই আকাশ ঢাকে কালো মেঘে। ঝমঝমিয়ে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির খবর মিলেছে বর্ধমান, চন্দননগর, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর থেকে। বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া নিউটাউন, এয়ারপোর্টেও। 

রাজ্যে বর্ষা এলেও গত কয়েকদিনের অসহ গরমে নাভিশ্বাস উঠেছিল দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, আগামী কয়েকদিনে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল হাওয়া অফিস। এদিনের বৃষ্টিপাতের কারণ কী তা অবশ্য খোলসা করা হয়নি। 

মোবাইলে 'প্রস্তাব', ফাঁকা ক্লাসে ছাত্রীর সঙ্গে 'ঘনিষ্ঠ' হওয়ার চেষ্টা গানের শিক্ষকের

কারণ যাই হোক, লাগাতার জ্বালাপোড়া গরমের পর বৃষ্টির ঝটিকা সফরে স্বস্তি খুঁজছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বর্ষণে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী স্বস্তির সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বেশ কিছু এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমবে। তবে বৃষ্টির জেরে আপেক্ষিক আর্দ্রতা বাড়ায় জারি থাকবে অস্বস্তি।   

Read More