Home> রাজ্য
Advertisement

South Eastern Railway: জুলাইয়ে ১৩ দিন চলবে না বহু লোকাল, মেমু, এক্সপ্রেস! দক্ষিণ-পূর্ব রেলে ফের ভোগান্তির প্রহর গুনছেন নিত্যযাত্রীরা...

South Eastern Railway News: পুরী-সাঁতরাগাছি স্পেশাল ১২ এবং ১৯ জুলাই বাতিল হবে। ০২৮৩৯ আপ শালিমার-পুরী স্পেশাল ১৩ জুলাই এবং ২০ জুলাই, ০২৮৪০ ডাউন পুরী-শালিমার স্পেশাল ১৪ জুলাই এবং ২১ জুলাই বাতিল হচ্ছে। ১৮০৩৭ আপ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস ১৯ জুলাই এবং ২০ জুলাই বাতিল করা হচ্ছে। ১৮০৩৮ ডাউন জাজপুর-কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস ২০ এবং ২১ জুলাই বাতিল হয়েছে।

South Eastern Railway: জুলাইয়ে ১৩ দিন চলবে না বহু লোকাল, মেমু, এক্সপ্রেস! দক্ষিণ-পূর্ব রেলে ফের ভোগান্তির প্রহর গুনছেন নিত্যযাত্রীরা...

অয়ন ঘোষাল: থার্ড লাইন সম্প্রসারণ-সহ একাধিক কাজের জন্য চলতি মাসে প্রায় ১২ দিন একাধিক লোকাল মেমু এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) মহরমের তাজিয়া শোকের  খড়গপুর শাখা (kharagpur Division)। রেলের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য এই ট্রেন বাতিলের (Train Cancel) সিদ্ধান্ত। খড়গপুর থেকে পুরী শাখায় এই ট্রেন বাতিল করা হচ্ছে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

আরও পড়ুন: Deadliest Anaconda in Kolkata: অবিশ্বাস্য! আমাজনের ত্রাস দৈত্যাকার ভয়ংকর সবুজ অ্য়ানাকোন্ডা এবার কলকাতায়...

আরও পড়ুন: Horoscope Today: মেষের নিয়ন্ত্রণ, বৃষের অনুকূল, কর্কটের শুভ! দেখে নিন, আজ কেমন যাবে আপনার দিন...

টানা ১৩ দিন বাতিল

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৮০৫১/৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর আপ এবং ডাউন ট্রেন ১০ জুলাই থেকে ২২ জুলাই-- টানা ১৩ দিন বাতিল করা হচ্ছে। ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন ১১ জুলাই এবং ১৮ জুলাই বাতিল করা হচ্ছে। ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল ১২ এবং ১৯ জুলাই বাতিল করা হবে। ০২৮৩৯ আপ শালিমার-পুরী স্পেশাল ১৩ জুলাই এবং ২০ জুলাই, ০২৮৪০ ডাউন পুরী-শালিমার স্পেশাল ১৪ জুলাই এবং ২১ জুলাই বাতিল করা হচ্ছে।

ভদ্রকের পরিবর্তে বালেশ্বর

১৮০৩৭ আপ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস ১৯ জুলাই এবং ২০ জুলাই বাতিল করা হচ্ছে। একইভাবে ১৮০৩৮ ডাউন জাজপুর-কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস ২০ এবং ২১ জুলাই বাতিল করা হয়েছে। ৬৮০৪৯ /৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর ১০ জুলাই থেকে ২২ জুলাই ভদ্রকের পরিবর্তে বালেশ্বর থেকে যাওয়া-আসা করবে।

খড়গপুর থেকে ওড়িশা

এই সময়-পর্বে খুব স্বাভাবিকভাবে খড়গপুর থেকে ওড়িশায় যাতায়াতের জন্য নিত্যযাত্রীদের অবশ্যই ট্রেনের এই লিস্ট দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বিষয়টি সম্পর্কে দক্ষিণ-পূর্ব রেল আগাম বিজ্ঞপ্তি জারি করেছে, তবে ৬০ দিন আগে থেকে সংরক্ষিত আসনে যাঁরা বুকিং সেরে রেখেছিলেন, তাঁদের শেষ মুহূর্তে বিস্তর কাঠখড় পোড়াতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট মহল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More