Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: অপেক্ষার অবসান, এবার দুয়ারে বর্ষা! মৌসুমি বায়ু একেবারে আপনার হাতের মধ্যেই; রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতাও...

Bengal Weather Update: কবে বর্ষা? এটাই হয়তো সব চেয়ে বড় প্রশ্ন এখন সকলের প্রশ্ন। হাওয়া অফিস জানিয়ে দিল, মৌসুমি বায়ু আসার দিনক্ষণ। আপনিও জেনে নিন হাওয়ার হালহকিকত।

Bengal Weather Update: অপেক্ষার অবসান, এবার দুয়ারে বর্ষা! মৌসুমি বায়ু একেবারে আপনার হাতের মধ্যেই; রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতাও...

অয়ন ঘোষাল: কবে বর্ষা? এটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন, সকলের প্রশ্ন। অবশেষে তার নির্দিষ্ট উত্তর মিলল। আবহাওয়া অফিস জানিয়ে দিল, মৌসুমি বায়ুর দিনক্ষণ। কবে আসবে, কতটা বৃষ্টি হবে, কোথায় কেমন পরিস্থিতি হবে। জেনে নিন হাওয়ার হালহকিকত।

মঙ্গলবিকেল অথবা বুধদুপুরে

আগামীকাল মঙ্গলবার বিকেল অথবা পরশু বুধবার দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভবনা। মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয়। আজ, সোমবার বিকেলের মধ্যে ওড়িশা ও ছত্তীসগঢ়ের কিছু অংশে এবং কাল-পরশুর মধ্যে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও গুজরাতের আরও কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। 

আরও পড়ুন: Ahmedabad Plane Crash Uncanny Things: এয়ার ইন্ডিয়ার ভয়ংকর বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে ৫ ভূতুড়ে কাণ্ড! হাড়হিম বোয়িং...

আরও পড়ুন: Sharmistha's Prediction About Plane Crash: হতবাক বিশ্ব! সাতদিন আগেই কীভাবে বিমান দুর্ঘটনার ভবিষ্যদ্বাণী শর্মিষ্ঠার? নক্ষত্রসমাবেশ নিয়ে বিস্ময়কর যা বলেছেন...

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ, সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। 

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

তবে মঙ্গল-বুধ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে।

উত্তরবঙ্গে বৃষ্টি-সতর্কতা

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোম ও মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির সতর্কতা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More