অরূপ লাহা: সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় চাকরি বাতিল হয়েছে ১০২৫ জনের। এর মধ্যে ৭৫০ জন শিক্ষক-শিক্ষিকা। বাকি ২৭৫ জন অশিক্ষক কর্মী। এর মধ্যে গ্রুপ ডি ক্লার্কও আছেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
সারা রাজ্যের মতো ঝাড়গ্রাম জেলাতেও প্রায় ৫২৭ জন শিক্ষাকর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। ঝাড়গ্রাম বাণীতীর্থ স্কুলের ইংরেজির শিক্ষক তবুও আজ এসেছেন স্কুলে। রাজকুমার গড়াই। বাড়ি বেলদা।
২০১৯ সালে গ্রামের বাণীতীর্থ হাইস্কুলে ইংলিশ টিচার হিসেবে যোগদান করেন। আজ সব শেষ। রাজ্যের ২৬ হাজার চাকরি প্রার্থীর মতো তিনিও আজ কর্মহীন। নিয়ম করে বাচ্চাদের ক্লাস নিতেন। আজও তাই স্কুলে এসেছেন। ক্লাসও নিয়েছেন। কিন্তু এরপর আর নিতে পারবেন কি না, জানেন না। মানসিকভাবে ভেঙে পড়েছেন। গোটা সিস্টেমকেই এর জন্য দায়ী করছেন রাজকুমার গড়াই। বিচারব্যবস্থার উপর বিশ্বাসও টলেছে। তাঁদের ঘুঁটি করে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছে বলে অভিযোগ তাঁর। এর পরে কী করবেন, জানেন না। বাড়ির লোকদের নিয়ে চরম পরিস্থিতির সম্মুখীন।
ওদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। রায় ঘোষণার পরে জেলার বিভিন্ন স্কুলে সমস্যা দেখা দিতে শুরু করেছে। বিশেষত, এমন অনেক স্কুল রয়েছে, যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। এছাড়া, বহু স্কুলেই শিক্ষাকর্মী তথা অফিসকর্মীর স্বল্পতা রয়েছে, যা প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা তৈরি করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)