Home> রাজ্য
Advertisement

Partha Chatterjee: বারুইপুরে পার্থর মেয়ের নামে রয়েছে বিশাল বাগানবাড়ি!

পাঁচিল ঘেরা ওই বাড়িতে রয়েছে সুসজ্জিত বাগান। সেখানে রয়েছে নামী-দামী ফুল ফলের গাছ। প্রায় ১০ বছর আগে এই বাড়িটি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে

Partha Chatterjee: বারুইপুরে পার্থর মেয়ের নামে রয়েছে বিশাল বাগানবাড়ি!

তথাগত চক্রবর্তী: এসএসসি দুর্নীতি মামলার তদন্তে গ্রেফতারের পর বীরভূমে পার্থ চট্টোপাধ্যায়ের সাতটি বাড়ি রয়েছে বলে অভিযোগ উঠছে। এর পাশাপাশি শান্তিনিকেতনের খোয়াইয়ের কাছাকাছি তার জমিও রয়েছে বলে দাবি করা হচ্ছে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের একটি সম্পত্তির হদিশ মিলল বারুইপুরে। এলাকাবাসীর দাবি ওই বাড়ির মালিক পার্থ চট্টোপাধ্য়ায়।

বারুইপুরের বেগমপুর অঞ্চলের পুঁড়ি গ্রামের ওই দোতলা বাড়িটি রয়েছে ৩ বিঘে একটি এলাকা জুড়ে। ভেতরে রয়েছে একটি পুকুর, স্নানের ঘাট। বিশ্রাম নামে ওই বাড়ির নেমপ্লেটে লেখা রয়েছে সোহিনীর নাম। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামও সোহিনী। 

পাঁচিল ঘেরা ওই বাড়িতে রয়েছে সুসজ্জিত বাগান। সেখানে রয়েছে নামী-দামী ফুল ফলের গাছ। প্রায় ১০ বছর আগে এই বাড়িটি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকেই এই বাড়িতে আসতেন বলে দাবি এলাকাবাসীর।

বাড়ির প্রাক্তন কেয়ারটেকার জাহাঙ্গীর মণ্ডল জানান, এই বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আসতেন। তিনিই আমাকে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দেন। তবে পার্থ চট্টোপাধ্যায় এখানে কখনও আসেননি। সোহিনীর নামে বোর্ড দেওয়া রয়েছে। আমি কোনও দলিল দেখিনি। আমি জমি কেনাবেচা করি। সেই হিসেবেই পার্থবাবুর জামাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। তাঁর কথাতেই আমি এই বাগানবাড়ি ২ বছর দেখাশোনা করি।  অন্যদিকে, ওই বাগানবাড়ির পাশেই থাকেন সেরিনা সরদার। তিনি বলেন, অনেকদিন আগে এখানে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর আর ওকে আসতে দেখিনি।

আরও পড়ুন-Arpita Mukherjee, Partha Chatterjee: ৬ কোম্পানির মালকিন অর্পিতা! পার্থর বাড়িতে বাজেয়াপ্ত জমি-বাড়ি-কোম্পানির দলিল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More