Home> রাজ্য
Advertisement

Midnapur Shocker: পানের বরজে ছিল বিদ্যুতবাহী বেড়া, মাঠ থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি কিশোরের

Midnapur Shocker: ছাত্রটির পায়ে এবং হাতে পান বালরোজের অবৈধ ইলেকট্রিক তার জড়িয়ে যায়

Midnapur Shocker: পানের বরজে ছিল বিদ্যুতবাহী বেড়া, মাঠ থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি কিশোরের

কিরণ মান্না: পান বরজের চুরি ও পশুদের তাণ্ডব ঠেকাতে ইলেকট্রিক তার দিয়ে ঘিরে ইলেকট্রিক সংযোগ দিয়ে রেখেছিল বরজের মালিক। সেই ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাকে ঘিরে উত্তেজনাই এলাকায়।

আরও পড়ুন-নার্ভের জটিল রোগে আক্রান্ত ২ শিশুর চিকিৎসা-দায়িত্ব কাঁধে তুলে নিলেন স্বয়ং অভিষেক, পাঠালেন বেঙ্গালুরু

পূর্ব মেদিনীপুর এগরায় একটি পান বরজে ইলেকট্রিক তারের বেড়া দিয়ে রাখা হয়েছিল। সেই তারে জড়িয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে এগরা থানার অন্তর্গত বেনাচাকড়ি গ্রামে। এই ছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় প্রতিবেশীরা জানান বেনাচাকড়ি গ্রামে নিরঞ্জন দাসের একটি পান বরজ আছে। সেই বরজের চতুর্দিকে সরু জিআই তার দিয়ে ইলেকট্রিক কানেকশন করে রেখেছেন যাতে কেউ না আসতে পারে। কিন্তু ওই গ্রামের এক ছাত্র, নাম সন্তোষ দাস ১৭। জেড়থান গয়া প্রসাদ বিদ্যাপীঠের ক্লাস ইলেভেনে পড়তো। ছেলেটা তার জমির বাদাম ক্ষেত থেকে হনুমান তাড়িয়ে নিয়ে যাচ্ছিল ওই অভিশপ্ত পান বরোজের পাশ দিয়ে। কিন্ত ছাত্রটির পায়ে এবং হাতে পান বালরোজের অবৈধ ইলেকট্রিক তার জড়িয়ে যায়। বিকট শব্দ হয় ও ধোঁয়া বের হতে  থাকে।

স্থানীয় গ্রামবাসীরা দৌড়ে এসে ওই ছাত্রকে এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে ও গ্রামবাসীরা ওই পান বরোজের মালিক নিরঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More