সোমা মাইতি: অশান্তির আবহে ব্যাহত পড়াশোনা। খাঁ খাঁ করছে স্কুল চত্বর। স্কুলের মাঠে নেই ছেলে মেয়েদের কোলাহল। পরিবর্তে স্কুলে স্কুলে এখন পুলিস, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প। চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর নিঃশব্দ। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় যে ঝড় বয়ে গিয়েছে সামসেরগঞ্জে, তার আঁচ পড়েছে ৫ টি স্কুলে। সাত দিন ধরে স্কুল বন্ধ। বিএসএফ, পুলিস, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি রাস্তায় রাস্তায়।
বদলে যাওয়া পরিস্থিতিতে স্কুলমুখী হচ্ছে না ছাত্র ছাত্রীরা। করুণ ছবি ধুলিয়ানের কাঞ্চনতলা জেডিজে ইন্সটিটিউশনের। শিক্ষক শিক্ষিকারা আসছেন ভারাক্রান্ত মনে। পড়ুয়াদের জন্য রান্না হলেও দেখা নেই পড়ুয়াদের। গাছের তলায় অপেক্ষাই সার শিক্ষকদের। কীভাবে এমন ঘটনা ঘটে গেল! বুঝে উঠতে পারছেন না স্কুলের শিক্ষকরা।
আরও পড়ুন-সব দেশকে পেছনে ফেলে বায়ুদূষণে সেরার সেরা তকমা পেল ঢাকা...
আরও পড়ুন-ভারতের 'ট্রান্সশিপমেন্ট' প্যাঁচে বেকায়দায় বাংলাদেশ! নাকি ক্ষতি বেশি ভারতের-ই....
এখনও সেদিনের কথা ভাবলে শিউরে উঠছেন এই স্কুলের প্রধান শিক্ষক। অশান্তির আবহে কোনরকমে স্কুল থেকে নিরাপদে বাড়ি ফেরেন শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়ারা। সাহসের সাথে মোকাবিলা করলেও এই ঘটনা অত্যন্ত লজ্জার, বলছেন ধুলিয়ানের কাঞ্চনতলা জেডিজে ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)