Home> রাজ্য
Advertisement

দল সুযোগ-সন্ধানীদের ওপর কড়া নজর রাখছে : সুব্রত বক্সী

রাজ্যে সম্প্রতি দুটি উপ-নির্বাচনে দল বড় জয় পেয়েছে। এবার তাই লক্ষ্য পঞ্চায়েত ও ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে তাই ছাত্র-যুবদের কাঁধে দায়ীত্ব বাড়িয়ে দলের সাংগঠিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা।

দল সুযোগ-সন্ধানীদের ওপর কড়া নজর রাখছে : সুব্রত বক্সী

নিজস্ব প্রতিবেদন : দলকে ব্যবহার করে কিছু মানুষ হৃষ্টপুষ্ট হয়ে উঠছে। তাদের বিষেয়ে সতর্ক থাকতে হবে। শুক্রবার ডুমুরজোলাতে তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র ছাত্র পরিষদের সমাবেশে এমনই পরামর্শ দিলেন সর্বভারতীয় তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী। তিনি বলেন, ''দল এই ধরনের সুযোগ-সন্ধানীদের উপর নজর রাখছে। তবে আপনাদেরও সতর্ক থাকতে হবে।''

এদিন মূলত তিনটি বিষয় নিয়ে ছাত্র-যুবদের পাঠ দিলেন সুব্রত বক্সী। তাঁর কথায়, ''যারা সংগঠনের দায়িত্ব পাচ্ছেন, তাঁরা কোনও ভাবেই দলের কাজ বাড়ির মানুষকে দিয়ে করাতে পারবেন না। বদলে চেষ্টা করতে হবে বাড়ির সদস্যদের যাতে দলে অন্তর্ভুক্ত করা যায়।'' তৃণমূল সাংসদ বলেন, ''শুধু নিজের পরিবারের প্রতি দায়িত্ববান হলে চলবে না। দলকেও নিজের পরিবার মনে করতে হবে। যারা দলের জন্য প্রকৃত ভাবে খাটছেন, তাদের দিকে দলের নজর রয়েছে।''

আরও পড়ুন- শুটআউট @মধ্যমগ্রাম, সেলুনে ঢুকে এলোপাথারি গুলি, খুন প্রোমোটার

কিছুদিন ধরে কথা উঠছে, কয়েকজন জনপ্রতিনিধি তাঁর কেন্দ্রের সাধারণ মানুষের কথা শুনছেন না। সুব্রত বক্সি এদিন সাফ জানিয়ে দেন, ''মানুষের রায়েই জনপ্রতিনিধি হওয়ার সুযোগ মেলে। তাই সাধারণ মানুষের কথা শুনতেই হবে প্রতিটি জনপ্রতিনিধিকে। সেই সঙ্গে মানুষের জন্যও কাজ করতে হবে।''

রাজ্যে সম্প্রতি দুটি উপ-নির্বাচনে দল বড় জয় পেয়েছে। এবার তাই লক্ষ্য পঞ্চায়েত ও ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে তাই ছাত্র-যুবদের কাঁধে দায়ীত্ব বাড়িয়ে  দলের সাংগঠিক শক্তি আরও বাড়ানোর চেষ্টাতেই এদিনের সমাবেশ বলে খবর দলীয় সূত্রে।

Read More