Home> রাজ্য
Advertisement

Rajanya Haldar: 'মনোজিতের মোবাইলে আমারও AI করা নগ্ন ছবি! আমি হেরে গিয়েছি...'

Explosive statement of Rajanya Haldar: 'আমার সঙ্গে কেন এরকম করেছিল তা আমি বলতে পারব না, তবে ঘৃণ্য কোনও উদ্দেশ্য ছিল তা বলাই যায়'।

Rajanya Haldar: 'মনোজিতের মোবাইলে আমারও AI করা নগ্ন ছবি! আমি হেরে গিয়েছি...'

তথাগত চক্রবর্তী:  বিস্ফোরক রাজন্যা হালদার। সাসপেন্ডেড তৃণমূল নেত্রীর বক্তব্যে এই মুহূর্তে ঝড় রাজনৈতিক মহলে। কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনেজিত্‍ মিশ্রকে কাঠগড়ায় তুলে, ২১ জুলাই মঞ্চে রাতারাতি খ্যাত হওয়া রাজন্যা জানিয়েছেন, তিনি লিঙ্গ বৈষম্যের স্বীকার। মনোজিতের ফোনে রাজন্যার A1 করা নগ্ন ফটো রয়েছে এবং এই ছবি সবার ফোনে ছড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর ইমেজ নষ্ট করার জন্যই। তৃণমূল যুব কংগ্রেসের একাংশের বিরুদ্ধে তিনি সরব। সম্প্রতি এই ব্যাপারে তিনি ভয়ংকর অভিযোগ এনেছেন। 

বিস্ফোরক অভিযোগ: 

তাঁর দলের যুব নেতানেত্রীরাই তাঁকে কলুষিত করেছে। 'মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্রপরিষদে রয়েছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে। অন্যের ঘর পরে দেখব। তীব্র নারীবিদ্বেষী মনোভাবের স্বীকার আমি। আমি জানি আমার সঙ্গে কী ঘটেছিল। আমি কীসের সঙ্গে লড়াই করেছি'। 

আরও পড়ুন: Sabitri Mitra: 'মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে...' তৃণমূল বিধায়কের মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতি

নারীবিদ্বেষী ভাবনা: 

তিনি আরও জানান, 'আমি আমার সহকর্মীদের নারীবিদ্বেষী ভাবনার কাছে হেরে গিয়েছি। তাদের সেই ভাবনাকে ছাপিয়ে যেতে পারিনি। তাই হয়ত সেই সময় ভোকাল হতে পারিনি। কিন্তু অন্যকারও হলে নিশ্চয় হতাম। আমি যাদবপুরের ক্ষেত্রেও হয়েছি, আরজি করের ক্ষেত্রেও হয়েছি, এই ক্ষেত্রেও হয়েছি। আমার সঙ্গে কেন এরকম করেছিল তা আমি বলতে পারব না, তবে ঘৃণ্য কোনও উদ্দেশ্য ছিল তা বলাই যায়। এটা তো তারা তাদের মায়ের সঙ্গে বা বোনের সঙ্গে করে না। কিন্তু আমার সঙ্গে করেছে। আমার যা যোগ্যতা, কোথাও একটা সেটা প্রশমিত করার জন্য এই কুত্‍সিত কাজ করেছিল। একটা মেয়ে উঠছে, তার আকটা ভুলভাল ছবি দেখিয়ে দি, তাহলে আর ভোকাল হবে না'। 

আরও পড়ুন: Dilip Ghosh: শমীক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ! বলে দিলেন বড় কথা...

কসবাকাণ্ডের আবহে রাজন্যার এই বক্তব্য অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

Read More