Home> রাজ্য
Advertisement

Panagarh Accident: পানাগড়কাণ্ডে নয়া মোড়, চন্দননগর থানায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার মা

Panagarh Accident: গাড়ির চালক ও সওয়ারীরা জানিয়েছিল, সাদা গাড়িতে বাবলু ছাড়াও আর যারা ছিলেন তারা মদ্যপ ছিলেন

Panagarh Accident: পানাগড়কাণ্ডে নয়া মোড়, চন্দননগর থানায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার মা

বিধান সরকার: গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ঘটনার দিন সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা দাবি করেছিলেন ইভটিজিং হয়েছিল পাশের গাড়ি থেকে । পাশাপাশি তাদের গাড়িতে ধাক্কা মেরে তাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে সুতন্দ্রার গাড়ি সার্ভিস রোডে গিয়ে দূর্ঘটনায় পরে।

আরও পড়ুন-'ম্যাডামই বাবলুর গাড়িকে ধাওয়া করতে বলে!', ইভটিজিং তত্ত্ব খারিজ করে বিস্ফোরক সুতন্দ্রার ড্রাইভার...

ওই ঘটনার পর কয়েকটা দিন কেটে গিয়েছে। যে সাদা গাড়ির বিরুদ্ধে চেজ করার অভিযোগ তার মালিক বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। সুতন্দ্রার গাড়িতে যারা ছিলেন তাদের বয়ান নিয়েছে আদালত। এরপর দেখা যায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেন, সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধাওয়া করে ধরতে। তাই তিনি একশ কিমি বেগে গাড়ি ছুটিয়ে দূর্ঘটনায় পড়েন।

এদিকে, শনিবার চন্দননগর থানায় সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি লেখেন, ইভটিজিং, মত্ত অবস্থায় গাড়ি চালানো এবং মেয়ের মৃত্যুর ঘটনায় দায়ি। নিয়ন্ত্রণহীন গাড়ি চালায় দুটি গাড়ি, দূর্ঘটনায় মেয়ের মৃত্যুর জন্য দায়ী দুটি গাড়িতে যারা ছিল তারা সবাই।

সেদিন গাড়ির চালক ও সওয়ারীরা জানিয়েছিল, সাদা গাড়িতে বাবলু ছাড়াও আর যারা ছিলেন তারা মদ্যপ ছিলেন। দুটি গাড়ির গতির জন্য এই ঘটনা। মেয়ের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী হোক তাদের বিরুদ্ধে পুলিস ব্যবস্থা নিক। প্রথম দিনে যে অভিযোগ কাঁকসা থানায় দায়ের হয়েছিল তার ভিত্তিতে তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিস। এবার চন্দননগর থানাতেও আরো একটি অভিযোগ দায়ের হল। তনুশ্রী দেবী জানান, পুলিসে তাদের আস্থা রয়েছে। তিনি মেয়ের সঠিক বিচার পাবেন।

এর আগে এই ঘটনায় ইভটিজিংয়ের অভিযোগ উঠলেও তা উড়িয়ে দিয়েছিল পুলিস। সিসিটিভি ফুটেজ দেখিয়ে পুলিসের দাবি ছিল, নিহত তরুণীর গাড়িই অন্য গাড়িতে তাড়া করেছিল। এদিন অবশ্য সুতন্দ্রার গাড়ির ড্রাইভারই একই দিকে ইঙ্গিত করে। দুর্ঘটনার দিন রাতে সুতন্দ্রার আরও তিন সঙ্গীকে ডেকে পাঠায় কাঁকসা থানার পুলিস। সবাই যে যার গাড়ি করে থানায় গিয়ে হাজির হয়। পরবর্তীতে দুজনকে পুলিসের গাড়ি করে নিয়ে যাওয়া হয়। তাদের হয়তো ঘটনার পুর্ননির্মাণের জন্য নিয়ে যাওয়া হতে পারে। তবে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More