Home> রাজ্য
Advertisement

Suvendu Adhikari: 'শাহজাহানদের ফাঁসি হবে', সন্দেশখালিতে বড় ঘোষণা...

Suvendu Adhikari: 'হাইকোর্ট খুলছে, গরমের ছুটির পরে। আমরা আশা করব, যে বিচারের বাণী নিশ্চিতভাবে জাগ্রত হবে। আমরা যাঁর বিরুদ্ধে অভিযোগ আছে, কাদের মোল্লা-সহ সমস্ত খুনিদের, কোনও ভিতরের কথা নয়,  যাতে ফাঁসি হয়, তাঁর আবেদন করব'।

Suvendu Adhikari: 'শাহজাহানদের ফাঁসি হবে', সন্দেশখালিতে বড় ঘোষণা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'কাউকে ছাড়া হবে না'। সন্দেশখালিতে গিয়ে শেখ শাহজাহান ও তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'গরমের ছুটির পর কোর্ট খুললেই ফাঁসির আবেদন করা হবে'। 

আরও পড়ুন:  Wife Kills Husband: কাটোয়ায় কেলেঙ্কারি! পরপুরুষের টান অমোঘ, পথের কাঁটা স্বামীকে নৃশংস খুন স্ত্রীর...

সন্দেশখালিতে শুভেন্দু। আজ, রবিবার কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে এক জনসভায় তিনি বলেন, 'হাইকোর্ট খুলছে, গরমের ছুটির পরে। আমরা আশা করব, যে বিচারের বাণী নিশ্চিতভাবে জাগ্রত হবে। আমরা যাঁর বিরুদ্ধে অভিযোগ আছে, কাদের মোল্লা-সহ সমস্ত খুনিদের, কোনও ভিতরের কথা নয়,  যাতে ফাঁসি হয়, তাঁর আবেদন করব'।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের পাল্টা কটাক্ষ, 'এইসব হচ্ছে হাওয়া গরম করা কথা। অনেক দিন পরে আবার সন্দেশখালিতে গেলেন। উনি ওনার বান্ধবী রেখা পাত্রকে দাঁড় করিয়েছিলেন ওখানে, বিপুল ভোটে সে পরাজিত হয়েছে। তখন খুব হাওয়া গরম করেছিলেন। ফাঁসি দেওয়ার উনি কে? সে তো আদালত দেবে। তদন্ত হচ্ছে। হঠাত্‍ তিনি কেন বলছেন, উনি-ই আদালত, উনি বিচারপতি। তিনিই বলবেন, ফাঁসি হবে কি হবে না'। তাঁর অভিযোগ,  'নিজের হাতে আইন তুলে নেওয়া ভয়ংকর ষড়যন্ত্র'।

জয়প্রকাশের দাবি, 'এই মিটিং থেকে বলেছেন, বাংলার মহিলারা যেন শাখা পলা ১২০০ টাকায় বিক্রি না করেন, তিনি তার দাম ধরেছে ৩০০০ টাকা। ৩০০০ হাজার টাকা দেবেন। কোনও মহিলা নিজেদের শাখা পলা নিলাম চড়ায়! নিলাম করছেন! শুভেন্দু অধিকারীর মতো নিম্ন রুচির লোক , বাংলার মহিলাদের শাখা পলা নিলামে তুলেছেন'।

আরও পড়ুন:  Crematorium Mystery: মধ্যরাতে শ্মশান থেকে উঠে আসছে হাড়গোড়! লোপাট মৃতদেহ, তীব্র চাঞ্চল্য...

সন্দেশখালি ন্যাজাটে ৩ হিন্দুকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠেছে। সেই ঘটনার বর্ষপূর্তিতে এদিন সন্দেশখালিতে যান শুভেন্দু। বলেন, 'নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেকে বার করে আইনের সাজা দেব'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More