নিজস্ব প্রতিবেদন: আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে ফের একমঞ্চে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুরে নজরুল মঞ্চে হবে সমাবর্তন। এর আগে প্রজাতন্ত্র দিবসে রেড রোডে সৌজন্য বিনিময় করেন মমতা ও ধনকড়। সেদিন বিকেলেও রাজভবনে চা-চক্রে দেখা হয় দু-জনের, হাসিমুখেই কথা বলেন একে ওপরের সঙ্গে।
আরও পড়ুন: CAA বিরোধী প্রস্তাব পাস করাতে গিয়ে বিধানসভায় চলল “তু তু ম্য়ায় ম্যায়” খেলা
দু-দিনের মাথায় ফের সাক্ষাত। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ঢাকুরিয়ায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কারণ, যাদবপুরের পর ফের আচার্যের উপস্থিতিতে বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে আগেই বেঁকে বসেছিল তৃণমূলের কর্মচারী সংগঠন। সংগঠনের তরফে জানানো হয়েছে আজ গোলপার্কে পথে নামছে SFI